Entertainment News

বিকিনি পরে ট্রোলিংয়ের শিকার সুহানা!

এই মুহূর্তে ইতালিতে বাবা-মা এবং দুই ভাইয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সুহানা। সেখানেই এই ছবি তোলেন তিনি। কিন্তু ছবিটি দেখে একের পর এক ট্রোলিং ধেয়ে আসে তাঁর দিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ১৫:২৯
Share:

সুহানা খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

পরনে খয়েরি বিকিনি। সঙ্গে রয়েছে বন্ধুরা। সুহানা খানের ঠিক এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সদ্য। তার পরই তুমুল সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ কন্যা।

Advertisement

এই মুহূর্তে ইতালিতে বাবা-মা এবং দুই ভাইয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সুহানা। সেখানেই এই ছবি তোলেন তিনি। কিন্তু ছবিটি দেখে একের পর এক ট্রোলিং ধেয়ে আসে তাঁর দিকে।

কেউ লেখেন, ‘ভুলে যাবেন না আপনি একজন মুসলমান।’ কেউ লিখেছেন, ‘ইসলামে স্কিন শো অ্যালাও করা হয় না।’ আবার কারও মতে, ‘আপনি নরকেও জায়গা পাবেন না।’

Advertisement

আরও পড়ুন, বিকিনিতে সাহসী টলি নায়িকা কারা?

যদিও নায়িকাদের বিকিনি পরা ছবি দেখে ট্রোলিং, সোশ্যাল মিডিয়ার নীতি পুলিশি নতুন নয়। মন্দিরা বেদী, এষা গুপ্ত, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, ফতিমা সানা শেখ, সোনম কপূরের মতো বহু তারকাই ট্রোলিংয়ের শিকার হয়েছেন।

কখনও ফতিমাকে টার্গেট করা হয়েছে তিনি মুসলিম বলে। কখনও মন্দিরাকে প্রশ্ন করা হয়েছে তিনি মা হয়েও কেন বিকিনি পরেন? কখনও বা বডি শেমিংয়ের শিকার হয়েছেন এষা। 🔥❤

🔥❤

কখনও ফতিমাকে টার্গেট করা হয়েছে তিনি মুসলিম বলে। কখনও মন্দিরাকে প্রশ্ন করা হয়েছে তিনি মা হয়েও কেন বিকিনি পরেন? কখনও বা বডি শেমিংয়ের শিকার হয়েছেন এষা। 🔥❤

বার বার প্রশ্ন উঠেছে, পোশাক পরার স্বাধীনতা সকলের রয়েছে। তা নিয়ে কি সভ্য সমাজে সত্যিই কোনও প্রশ্ন করা যায়? ট্রোলিংয়ের যোগ্য জবাবও দিয়েছেন নায়িকারা। কখনও এষা বলেছেন, ‘ট্রোলিং যাঁরা করছেন, তাঁদের কোনও কাজ নেই।’ কখনও বা মন্দিরা বলেছেন, ‘এত পাত্তা দেওয়ার কোনও কারণ নেই।’

আরও পড়ুন, জোর করে চুমু! কাস্টিং কাউচ নিয়ে সরব স্বরা

সুহানা বয়সের বিচারে এক জন অ্যাডাল্ট। তা ছাড়া পোশাক নির্বাচনের স্বাধীনতা সকলেরই থাকে। ফলে সত্যিই কি এ হেন ট্রোলিংয়ের যোগ্য শাহরুখ-কন্যা? প্রশ্ন উঠছে নানা মহলে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি সুহানা নিজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement