Entertainment News

সুহানা এ বার ‘ভোগ’-এ!

এতদিন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন ছিলেন সুহানা। বহুবার তাঁর ছবি ভাইরাল হয়েছে। এ বার ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হওয়াতে যেন বিনোদন দুনিয়ায় তাঁর এন্ট্রির পথ আরও সহজ হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ১৪:২৫
Share:

সুহানা খান। ছবি: টুইটারের সৌজন্যে।

শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা এ বার ‘ভোগ’-এ। অর্থাত্ সম্মানজনক ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার সুযোগ পেলেন সুহানা। চলতি মাসেই এই ম্যাগাজিনের কভারে দেখা যাবে সুহানার ছবি।

Advertisement

এতদিন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন ছিলেন সুহানা। বহুবার তাঁর ছবি ভাইরাল হয়েছে। এ বার ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হওয়াতে যেন বিনোদন দুনিয়ায় তাঁর এন্ট্রির পথ আরও সহজ হল।

এই খবরে অত্যন্ত খুশি শাহরুখ স্বয়ং। চলতি মাসের ‘ভোগ’-এর একটি ইস্যু হাতে নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেন কিং খান। তিনি লিখেছেন, ‘ওকে আমার হাতে ধরে ভোগকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যে কেরিয়ার ভালবেসেছি, তা যখন আমাদের সন্তানদের কাছেও আসে... আপনাদের সকলকে আমার ভালবাসা পাঠালাম।’

Advertisement

আরও পড়ুন, ৩০৮টি ব্যর্থ সম্পর্কের পর সঞ্জয়ের জীবনে কে এসেছিলেন?

সুহানার এই সম্মান নিয়ে খুশি গৌরীও। সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করে তিনিও ধন্যবাদ জানিয়েছেন ‘ভোগ’ কর্তৃপক্ষকে।

তবে ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার পর ট্রোলিংয়ের শিকার হন সুহানা। কেউ টুইট করেছেনস ‘সুহানা কেন ভোগের কভার গার্ল?’ আবার কারও মতে, ভোগ ম্যাগাজিন তার কৌলিন্য হারাচ্ছে। অন্তত জাহ্নবী ঠিক আছে। ও ভাল অভিনেত্রী। এখন শুধু নেপোটিজম আর টাকা দিয়ে পিআর করার সময়। আবার কারও মতে, সুহানা কেউ নন। তাঁর বাবাই সব। বাবার জনপ্রিয়তার কারণেই তিনি নাকি এই সুযোগ পেয়েছেন।

এই সব ট্রোলিংয়ের জবাব দেননি শাহরুখ। এ সব নিয়ে মুখ খোলেননি সুহানাও। কিন্তু বলি মহলের একটা অংশ যেমন সুহানার সাপোর্টে এগিয়ে এসেছেন। তার মধ্যে রয়েছেন ফারহা খান, কর্ণ জোহরের মতো সেলেবরা। আবার অন্য একটা অংশ কিন্তু স্বজনপোষণের বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement