Bengali Serial

জন্মদিনের আগে সম্রাটের চমক! আসছে ‘আকাশ কুসুম’ ধারাবাহিকের নতুন পর্ব

নতুন কাহিনি, নতুন চরিত্র হয়ে আসছেন সম্রাট মুখোপাধ্যায়। আসছে ‘আকাশ কুসুম’ ধারাবাহিকের নতুন পর্ব।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৯:৩৬
Share:

‘আকাশ কুসুম’ ধারাবাহিকে সৌম্য এবং দিশার এ বার সম্পর্ক কোন দিকে মোড় নেবে? ছবি: সংগৃহীত।

জন্মদিনের আগে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বড় চমক। ডালি আর রক্তিমকে দর্শক পেতে চলেছেন একেবারে অন্য ভাবে, অন্য লুকে। আসতে চলেছে ‘আকাশ কুসুম’ ধারাবাহিকের নতুন পর্ব। ২৯ মে সম্রাটের জন্মদিন৷ তার আগেই সুখবর শোনালেন অভিনেতা। চিত্রনাট্য যেমন আলাদা। তেমনই আলাদা চরিত্রগুলোও৷ এই নতুন কাহিনিতে সম্রাটের চরিত্রের নাম সৌম্য রুদ্র কর্মকার।

Advertisement

সবাই তাকে এসআরকে নামে চেনে। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার মানুষ। আর দিশা ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সৌম্য এবং দিশার সম্পর্ক কোন দিকে মোড় নেবে, এটাকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। নতুন পর্বে আসতে চলেছে নানা ধরনের ‘টুইস্ট’। ‘আকাশ কুসুম’-এর নতুন পর্বও কি একই ভাবে দর্শকের নজর কাড়বে, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement