এবার যদি হুঁশ ফেরে

সাফল্যে মাথা ঠিক রাখা বেশ শক্ত। কপিল শর্মাকে ‘কমেডি নাইট উইথ কপিল’ টেলিভিশন শোয়ের অন্যতম সদস্য সুনীল গ্রোভারের পাঠানো টুইট যেন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০০:২৯
Share:

সাফল্যে মাথা ঠিক রাখা বেশ শক্ত। কপিল শর্মাকে ‘কমেডি নাইট উইথ কপিল’ টেলিভিশন শোয়ের অন্যতম সদস্য সুনীল গ্রোভারের পাঠানো টুইট যেন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Advertisement

মঙ্গলবার সুনীল টুইট করেন, ‘‘...তোমার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। শুধু একটাই উপদেশ, মানুষকে যথাযথ সম্মান দাও। কেউ তোমার ভুল শুধরে দিতে চাইলে, তাকে গালাগালি করো না...তুমি প্রতিভাবান। তোমার জায়গায় তুমিই সেরা।
তা বলে নিজেকে ঈশ্বর ভেবো না।’’

শোনা যায়, মেলবোর্নে এক শো থেকে ফেরার পথে কপিল মারধর করেন সুনীলকে। তাই এমন টুইট। পরিচিতদের নাকি বলেছেন, কপিল শর্মার সঙ্গে আর কোনও শো করবেন না তিনি। ‘কমেডি নাইট...’ শোয়েও কাজ করবেন না।

Advertisement

ইন্ডাস্ট্রির অনেকের মতে, সাফল্যে ধরাকে সরা জ্ঞান করছেন কপিল। নিজের অফিসের জন্য বেআইনি নির্মাণ আটকে যাওয়ায়, উলটে ঘুষ চাওয়ার ভুয়ো অভিযোগ তুলে টুইট করেছিলেন প্রধানমন্ত্রীকে। তাঁর শোয়ের বিষয় নিয়েও অভিযোগ অনেক দিনের। এ কথা অবশ্য অন্য কমেডি শোয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। টিআরপি যেমন বেড়েছে, তেমনই কমেছে শালীনতার মাত্রা। শোয়ে আসা অতিথিদের অপমান করাই যেন দস্তুর! ‘কমেডি নাইট বাঁচাও’ অনুষ্ঠানে যেমন অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যের গায়ের রং নিয়ে মন্তব্য করা হয়েছিল। এআইবি রোস্টও তেমনই। যৌন ইঙ্গিত মেশানো জোকসের ছড়াছড়ি।

কিন্তু সুনীলের টুইটে কি টনক নড়বে তাঁদের?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement