Entertainment News

‘নার্ভাস লাগছে, মনে হচ্ছে কিছু হারিয়েছি আমি’

দীর্ঘ দিনের সহকর্মী, বন্ধু কপিল শর্মার কাছে প্রকাশ্যে এমন ভাবে অপমানিত হওয়াটা মেনে নিতে পারেননি সুনীল গ্রোভার। তার জেরেই ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে দিচ্ছেন বলে খবর। যদিও চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে এখনও অফিশিয়ালি এ নিয়ে মুখ খোলেননি তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৩:৩৭
Share:

দীর্ঘ দিনের সহকর্মী, বন্ধু কপিল শর্মার কাছে প্রকাশ্যে এমন ভাবে অপমানিত হওয়াটা মেনে নিতে পারেননি সুনীল গ্রোভার। তার জেরেই ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে দিচ্ছেন বলে খবর। যদিও চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে এখনও অফিশিয়ালি এ নিয়ে মুখ খোলেননি তিনি। কিন্তু, যতই কপিল পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান, সুনীল কিন্তু আদৌ তাঁকে ক্ষমা করতে পারেননি। বরং লিখেছেন, ‘…ওটা যে তোমার শো সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ…।’ নতুন করে যে কিছু শুরু করছেন তার ইঙ্গিতও ওয়েব ওয়ার্ল্ডেই দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, নতুন শো-এর কথা ঘোষণা করলেন সুনীল! সঙ্গে কে?

কিন্তু এত কিছুর পরেও তাঁর কিছু দায়বদ্ধতা থেকে যায়। কিছু জবাবদিহির প্রয়োজন হয় দর্শকদের কাছে। সেই দর্শক যাঁরা তাঁকে শিল্পী সুনীল গ্রোভার হিসেবে তৈরি করেছেন। অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর মনের কথা শেয়ার করেছেন সুনীল। তিনি টুইট করেছেন, ‘আপনাদের ভালবাসা ছাড়া আমার কোনও অস্বিত্বই নেই। আপনারা শো-টা দেখতেন বলে আমার পাবলিসিটি হত। …এটা সত্যি যে এই মুহূর্তে আমার মনে হচ্ছে কিছু হারিয়েছি আমি। নার্ভাসও লাগছে। কী ভবিষ্যত আমার জন্য অপেক্ষা করছে, জানা নেই। ভাল কাজ, ভাল লোকেদের কাছে নিজেকে সমর্পণ করতে চাই।’

Advertisement


এমনই একটি পোস্টার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

অনুরাগীরা কপিল শর্মাকে ক্ষমা করে ফের ওই শো-এ তাঁকে ফিরে আসার জন্য অনুরোধও করেছেন। তার যেমন কোনও জবাব দেননি তিনি, তেমনই পোস্টে কোথাও কপিলের নামও উল্লেখ করেননি। বরং ঘোষণা করেছেন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আগামী ১ এপ্রিল একটি লাইভ শো-তে উপস্থিত থাকবেন। সঙ্গে থাকতে পারেন আরও এক কমেডিয়ান কিকু সারদা।

আরও পড়ুন, ‘যোগী মুখ্যমন্ত্রী হলে তো দাউদ সিবিআই ডিরেক্টর হতে পারে’

গত কয়েক দিনের সমস্যার পর এই প্রথম প্রকাশ্যে আসবেন সুনীল। পারফর্ম করবেন। হয়তো শেয়ার করবেন তাঁর ভবিষ্যত পরিকল্পনাও। সে কারণেই আগামী ১ এপ্রিলকেই এখন পাখির চোখ করেছেন অনুরাগীরা।

গত কয়েক দিনের সমস্যার পর এই প্রথম প্রকাশ্যে আসবেন সুনীল। পারফর্ম করবেন। হয়তো শেয়ার করবেন তাঁর ভবিষ্যত পরিকল্পনাও। সে কারণেই আগামী ১ এপ্রিলকেই এখন পাখির চোখ করেছেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement