(বাঁ দিকে) গোবিন্দ, (ডান দিকে) সুনীতা আহুজা। ছবি: সংগৃহীত।
গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে জল্পনা অনেক দিনের। ষাটের দোরগোড়ায় পৌঁছে অভিনেতা নাকি প্রেমে পড়েছেন। সুনীতার সঙ্গে সম্পর্ক এমনই জায়গায় যায় যে, মাঝেমধ্যেই বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। তবে ফের একসঙ্গে থাকার বার্তাও দেন দু’জনে। সম্প্রতি স্বামীর পরকীয়া জড়ানোর খবরে সিলমোহরও দিয়েছেন সুনীতা। এই প্রসঙ্গে গোবিন্দকে দিলেন চরম হুঁশিয়ারি। এ বার আর মুখে কথা নয়। বরং ধারাল অস্ত্রের ভয় দেখালেন সুনীতা।
গত মাসেই সুনীতা জানান, মেয়েরা আসলে তাঁর স্বামীর টাকাপয়সাই চায়। পাশাপাশি, স্বামী পরকীয়ায় জড়ানোর প্রসঙ্গে সিলমোহর দিয়ে সুনীতা বলেন, ‘‘গোবিন্দ একটি মেয়ের প্রেমে পড়ে। যদিও সে অভিনেত্রী নয়। অভিনেত্রীদের এ সব করার দরকার পড়ে না। আর মেয়েটা তো ওকে ভালওবাসত না। শুধু পয়সা চাইত।’’ সম্প্রতি সুনীতা একটি পডকাস্টে এসে এও জানান, এ রকম মেয়েরা নাকি বহু আসে নায়কদের জীবনে। ওই অনুষ্ঠানে সুনীতাকে বলতে শোনা যায়, “আমি গোবিন্দকে ক্ষমা করব না।”
পাশাপাশি, গোবিন্দকে সাবধান করে দেন যাতে তিনি স্ত্রীকে সমঝে চলেন। সুনীতার কথায়, ‘‘আমি নেপালের মেয়ে। খুকরি বার করলে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ওকে বলি, সাবধান হয়ে চলো, এখনও সময় আছে।”