govinda sunita divorce

গোবিন্দের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ! ৩৭ বছরের সম্পর্ক শেষ? কী পদক্ষেপ করলেন স্ত্রী সুনীতা?

গোবিন্দ-পত্নী নাকি বান্দ্রা আদালতে মামলা দায়ের করেছেন অভিনেতার বিরুদ্ধে। করেছেন একগুচ্ছ অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৮:১৬
Share:

গোবিন্দের বিরুদ্ধে কী পদক্ষেপ করলেন সুনীতা? ছবি: সংগৃহীত।

গুঞ্জনটা মাস কয়েক ধরে শোনা যাচ্ছিল। তবে বার বারই ধামাচাপা দিয়ে আসছিলেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। ফের খবর, ৩৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন গোবিন্দ-সুনীতা। সূত্র বলছে, তারকা-পত্নী নাকি বান্দ্রা আদালতে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। করেছেন একগুচ্ছ অভিযোগ। গোবিন্দের বিরুদ্ধে ব্যাভিচার, প্রতারণা-সহ নিষ্ঠুরতার একগুচ্ছ অভিযোগ এনেছেন। এককথায় বিবাহবহির্ভূত সম্পর্ক ও গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন।

Advertisement

সুনীতার অভিযোগের ভিত্তিতে গত মে ও জুন মাসে আদালত থেকে সমন পাঠানো হয় অভিনেতাকে। সুনীতা আদালতে হাজিরা দিলেও অনুপস্থিত ছিলেন নায়ক। যদিও তাঁরা সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন বলেও খবর। এই জল্পনার সূত্রপাত হয় গোবিন্দ-পত্নীর একটি ভ্লগ থেকে। সম্প্রতি সুনীতা চণ্ডীগড়ে মহাকালীর মন্দির দর্শনে যান। সেখানে দেবীমূর্তি দণ্ডায়মান নয়, বরং শায়িত। এমনিতেই শক্তির উপাসক সুনীতা। গোবিন্দকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মুম্বইয়ের মহালক্ষ্মী মন্দিরে মানত করেছিলেন তিনি। সেই সুনীতা ওই মন্দিরচত্বরে বসেই এক সাক্ষাৎকার দেওয়ার সময় সেখানকার পুরোহিতকে বলছিলেন, ‘‘যা চেয়েছি, পেয়েছি। গোবিন্দকে স্বামী হিসেবে। দুই সন্তান পেয়েছি। কিন্তু যে আমাদের দু’জনের মধ্যে আসবে তাকে দেবী মা ছিন্ন করে দেবেন। আমার মতো সৎ মহিলার চোখে যে জল আনবে তার ভাল হবে না।’’

একনাগাড়ে এ সব বলতে বলতে সেখানেই কেঁদে ফেলেন তারকা-পত্নী। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে তিনি একাধিক বার বলেছেন, ‘‘পুরুষমানুষকে ভরসা করা উচিত নয়, কখন কী করে বসবেন বুঝতে পারবেন না।’’ কখনও আবার বলেছেন, ‘‘আমি গোবিন্দের তাঁবেদারি করি না, সত্যিটা বলি বলে সহ্য হয় না।’’ বেশ কয়েক মাস ধরেই আকারে-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন সুনীতা, তবু যেন একটা আলগা পরত রাখতে চেয়েছিলেন। এ বার কি সেই সীমাও অতিক্রম করতে বাধ্য হলেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement