Sunita Ahuja

বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক! গোবিন্দকে নিয়ে কী বললেন স্ত্রী সুনীতা

বিবাহিত থাকাকালীন তৃতীয় ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে অকপট সুনীতা আহুজা। টুইঙ্কলের করা মন্তব্যের পক্ষে না কি বিপক্ষে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:৪১
Share:

সম্পর্কে প্রতারণা নিয়ে মুখ খুললেন গোবিন্দপত্নী সুনীতা। ছবি: সংগৃহীত।

দিনকয়েক ধরেই গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন চর্চায়। শোনা যায়, অভিনেতা নাকি তাঁর থেকে অর্ধেক বয়সি নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। একটা সময় স্বামীর পরকীয়ার গুঞ্জন কানে এসেছে বলে স্বীকার করেন সুনীতা। প্রায় বিবাহবিচ্ছেদের জায়গায় চলে যায় তাঁদের সম্পর্ক। এ বার বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্যের সঙ্গে গোবিন্দের শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে মুখ খুললেন তিনি।

Advertisement

দিনকয়েক আগেই টুইঙ্কল খন্না ও কাজল দু’জনেই সমস্বরে জানান, সম্পর্কে শারীরিক প্রতারণা কোনও বড় কথা নয়। বরং মানসিক প্রতারণা অনেক বেশি কষ্টের। টুইঙ্কলের মত, এক রাতের সহবাস নিয়ে বেশি ভাবার কিছু নেই। তাঁর কাছে মানসিক আঘাতটাই বেশি। যদিও টুইঙ্কলের এমন ধারণার সঙ্গে সহমত হতে পারেননি জাহ্নবী কপূর। তাতে টুইঙ্কলের যুক্তি, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাঁর মতো পঞ্চাশের কোঠায় পৌঁছোলে এমনটাই ভাবতে শুরু করবেন। টুইঙ্কলের এ হেন মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন গোবিন্দপত্নী। সুনীতা বলেন, ‘‘আপনি একজনকে ভালবাসেন, তার পর তাঁর সঙ্গেই প্রতারণা করবেন! এ কেমন কথা! আমি নিজে আবেগপ্রবণ মানুষ। গোবিন্দকে আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালবাসব। আমার সঙ্গে যে কোনও প্রতারণা করলেই কষ্ট পাব। সে আমার সন্তান হোক কিংবা গোবিন্দ। প্রতারণা করে মানুষের মনে কষ্ট দেওয়া উচিত নয়।’’

টুইঙ্কলের করা মন্তব্যে বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়া নিয়ে সুনীতা বলেন, ‘‘এ সব মোটেও ঠিক নয়, আমাদের বাবা-মা এমন শিক্ষা দেয়নি। একে বলে ঘোর কলি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement