Govinda-Sunita Row

খুব শিক্ষা হয়েছে, আগামী সাত জন্ম গোবিন্দকে স্বামী হিসাবে পেতে চাই না! ফের বিস্ফোরক সুনীতা

নায়কের স্ত্রীকে বুকে পাথরচাপা দিয়ে থাকতে হয়। এটা বুঝতেই অভিনেতার স্ত্রীর ৩৮ বছর কেটে গিয়েছে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১১:১১
Share:

গোবিন্দকে নিয়ে সুনীতা আহুজার অভিযোগ বিস্তর! ছবি: সংগৃহীত।

এই ভাব তো এই আড়ি! ফের চর্চায় গোবিন্দ-সুনীতা আহুজার দাম্পত্য। গত বছর তাঁদের বিচ্ছেদ নিয়ে ঢি ঢি পড়ে গিয়েছিল। এ বছরের গণেশচতুর্থীতে তারকাদম্পতি সেই গুঞ্জন সামলেছেন। তাতে কী! সুনীতা আবার মুখ খুলতেই গুঞ্জন শুরু।

Advertisement

এক মরাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তাঁর নায়ক স্বামী। এ কথা সুনীতাই প্রথম সংবাদমাধ্যমকে জানান। পরকীয়ার জেরে তাঁদের দাম্পত্যে ফাটল ধরেছিল। সে কথাও তিনি জানিয়েছিলেন অকপটে। সেই পর্ব মিটলেও গোবিন্দের আচরণে তিনি যে খুশি নন, আরও একবার সংবাদমাধ্যমেই বললেন সে কথা।

এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে সুনীতা সাফ বলেছেন, “খুব শিক্ষা হয়েছে। আগামী এক জন্ম কেন, সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসাবে পেতে চাই না।”

Advertisement

কেন এমন বক্তব্য তাঁর? সে কথাও খোলসা করেছেন তিনি। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়েছেন, “আরে, উনি তো বৌকে সময়ই দেন না! সারা ক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত।” এ-ও বিশ্লেষণ করেছেন, অভিনেতা বা নায়কেরা বৌয়ের থেকে নায়িকার প্রতিই বেশি মনোযোগী। এ কথা তিনি বিয়ের ৩৮ বছর পর বুঝেছেন। কারণ, খুব ছোট বয়সে তাঁর গোবিন্দের সঙ্গে বিয়ে হয়েছিল। বিষয়টি বোঝার পর উপলব্ধি করেছেন, নায়কের স্ত্রীকে বুকে পাথরচাপা দিয়ে নাকি থাকতে হয়। তবে সেই সংসার টেকে। গোবিন্দের প্রতি কটাক্ষ তাঁর, সুখী সংসার, সন্তান ছেড়ে কোনও পুরুষেরই অন্য মহিলাকে নিয়ে সময় কাটানো উচিত নয়।

পরক্ষণেই স্বভাবসিদ্ধ রসিকতাও করেছেন অভিনেতার স্ত্রী। গোবিন্দ ভাল স্বামী না হলেও, তিনি খুব ভাল সন্তান— সে কথা জানাতে ভোলেননি সুনীতা, “গোবিন্দ মাকে চোখে হারাত। কখনও মাকে অসম্মান করেনি। নিজের চোখে দেখেছি। সেই জায়গা থেকে বলব, আগামী জন্মে স্বামী নয়, ছেলে হিসাবে চাই গোবিন্দকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement