ফের হুমকির মুখে দিলজিৎ দোসাঞ্জ? ছবি: ফেসবুক।
ফের চর্চায় অমিতাভ বচ্চন-দিলজিৎ দোসাঞ্জ কাণ্ড। গায়কের অনুরাগীরা ভেবেছিলেন, বিষয়টি সম্ভবত মিটে গিয়েছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’য় গিয়ে অমিতাভের পা ছুঁয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন গায়ক। বিস্তর জলঘোলার পর বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছে, এমনই আশা ছিল ভক্তদের। কারণ, ১ নভেম্বর থেকে আমেরিকায় গায়কের সঙ্গীত পরিক্রমা নির্বিঘ্নে শুরু হয়েছে।
তেমনটা হল কই? বিষয়টি যে এত সহজে মেটার নয়, বোঝা গেল রবিবার। খবর, পার্থ-এ অনুষ্ঠান করতে গিয়ে ফের খালিস্তানি বাহিনীর ক্ষোভের শিকার দিলজিৎ। অনুষ্ঠান চলাকালীন একদল খালিস্তানি সেখানে গায়কের বিরুদ্ধে স্লোগান দিয়েছে! এখানেই শেষ নয়। অকল্যান্ডে তাঁর আগামী অনুষ্ঠান যাতে না হতে পারে, তার হুমকিও দিয়েছে খালিস্তানিরা। ফলে, গায়কের অনুরাগীরা নতুন করে উদ্বিগ্ন। তাঁরা ভয় পাচ্ছেন, তা হলে কি প্রাণসংশয় ঘটতে পারে তাঁদের প্রিয় গায়কের?
গায়ককে নিয়ে তাঁর অনুরাগী শ্রোতারা যখন শঙ্কিত, তখন নিজেকে রক্ষা করতে কী পদক্ষেপ করছেন গায়ক?
দিলজিৎ বিচলিত নন। এত কিছুর পরেও তিনি এখনও কোনও কথা বলেননি। পূর্বনির্ধারিত সময়সূচি মেনে অনুষ্ঠান করার পক্ষে গায়ক।
সম্প্রতি, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-র একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিলজিৎ। সেখানে বর্ষীয়ান তারকার পা স্পর্শ করেন তিনি। এই দেখে নিষিদ্ধ খালিস্তানিদের দাবি, অমিতাভকে প্রণাম করে দিলজিৎ ১৯৮৪-র শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করেছেন। ১৯৮৪ সালে অমিতাভ ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন। সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, “অমিতাভের এই মন্তব্যের প্রভাবে সেই সময়ে সারা ভারতে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন। তাঁর পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।” এর পরেই তারা আমেরিকায় গায়কের ‘কনসার্ট’ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।