ছেলে যশবর্ধনের জন্য গর্বিত গোবিন্দ-পত্নী সুনীতা। ছবি: সংগৃহীত।
পরিবারকে দু’হাত দিয়ে আগলে রাখেন সুনীতা আহুজা। অভিনয় জীবন শুরুর আগে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা গোবিন্দ এবং সুনীতার ছেলে যশবর্ধন আহুজা। তারকা সন্তানদের অনেক সময়ই সমালোচনার সম্মুখীন হতে হয়। সে ক্ষেত্রে যশবর্ধনের ক্ষেত্রেও যে এমনই কিছু ঘটতে পারে তা ইতিমধ্যেই আঁচ করেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি। সুনীতা বলেছেন, “যশ ভাল অভিনয় করে। ভাল নাচতে পারে। আমি ওকে বলেছি, বাবার অভিনয় অনুসরণ না করে নিজের একটা ধারা তৈরি করতে। ও গোবিন্দর চেয়ে ভাল অভিনেতা। বাবার থেকে বেশি নামডাক হবে ওর, এটাই আমার আশা।”
কেরিয়ারের শুরু থেকেই তারকাসন্তানদের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। সুনীতা প্রার্থনা করেন, যশবর্ধনের ক্ষেত্রে যেন এ রকম না ঘটে। তাঁর কথায়, ‘‘উত্তরাধিকার বয়ে নিয়ে চলা কঠিন কাজ। কারণ দর্শকের প্রত্যাশা থাকবেই। তাই যশ ধীরে ধীরে ওর নিজের পথ নিজে তৈরি করছে।’’ সুনীতা ছেলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ‘‘ওর যেন কোনও ক্ষতি না হয়। ঈশ্বর যেন ওকে খ্যাতি এবং যশে ভরিয়ে দেন। পাশাপাশি ও যেন সব সময়ে মাটিতে পা রেখে চলে।’’
সম্প্রতি রবীনা টন্ডনের মেয়ে রাশা থডানির সঙ্গে যশবর্ধনের একটি নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় গোবিন্দ এবং রবীনার হিট ছবি ‘আঁখিয়োঁ সে গোলি মারে’ গানে নাচতে দেখা গিয়েছে দু’জনকে। এর আগে ‘বাগী’ এবং ‘কিক ২’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন যশবর্ধন। সূত্রের দাবি, গত সাত বছর ধরে বলিউডে বিভিন্ন সময়ে অডিশন দিয়েছেন গোবিন্দ-পুত্র। অবশেষে তিনি অভিষেকের জন্য প্রস্তুত। পরিচালক সাই রাজেশ পরিচালিত একটি রোম্যান্টিক ছবির মাধ্যমেই যশবর্ধন বলিউডে পা রাখতে চলেছেন।