Sunjay Kapur Death

খুন করা হয়েছে করিশ্মার প্রাক্তন স্বামীকে! সঞ্জয়ের মা রানি আঙুল তুললেন কার দিকে?

ত্রিশ হাজার কোটি টাকার সম্পত্তির মালিকানা হস্তান্তরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রানি। তিনি দাবি করেন, তাঁর ছেলের মৃত্যুতে কিছু মানুষের অর্থনৈতিক লাভ হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৫:০৪
Share:

সঞ্জয় কপূরের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য। ছবি: সংগৃহীত।

সঞ্জয় কপূরের মৃত্যুর পর তাঁর সংস্থার দায়িত্ব নিয়েছেন তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া কপূর। তার পরেই চাঞ্চল্যকর অভিযোগ! ছেলের মৃত্যু স্বাভাবিক নয় বলেই জানান সঞ্জয়ের মা রানি কপূর। তিনি আরও জানান, তাঁকে জোর করে কোনও একটা কাগজে সইসাবুদ করিয়ে নেওয়া হয়েছে। এ বার আরও এক ধাপ এগিয়ে সঞ্জয়ের মা বললেন, ‘‘আমার ছেলের মৃত্যু স্বাভাবিক নয়, ওকে খুন করা হয়েছে।’’

Advertisement

সঞ্জয়ের মা আগেই জানিয়েছিলেন তিনি যখন শোকাতুর, সেই অবস্থায় কিছু মানুষ তাঁদের উত্তরাধিকার দখলের চেষ্টা করছে। ব্রিটিশ পুলিশকে লেখা এক চিঠিতে রানি দাবি করেন, নতুন করে এমন কিছু তথ্যপ্রমাণ তাঁর হাতে এসেছে, যা থেকে মনে হচ্ছে এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। ব্রিটেন, ভারত ও সম্ভবত আমেরিকারও বহু মানুষ এতে জড়িত রয়েছেন। পোলো খেলতে খেলতে মৃত্যুর ঘটনা পুরোটাই সাজানো। রানি দাবি করেছেন, তাঁর মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এমনকি ৩০,০০০ কোটি টাকার সম্পত্তির মালিকানা হস্তান্তরের মধ্যেও সেই গন্ধ পাচ্ছেন তিনি। রানি আরও দাবি করেন, তাঁর ছেলের মৃত্যুতে কিছু লোক অর্থনৈতিক লাভ হয়েছে। অনেকের ধারণা, সঞ্জয়ের মা আঙুল তুলেছেন শিল্পপতির বর্তমান স্ত্রী প্রিয়া কপূরের দিকে। কারণ সঞ্জয়ের মৃত্যুর পরই তড়িঘড়ি নিজের পদবিতে কপূর যোগ করেন প্রিয়া। তার আগে বাপের বাড়ির পদবি ব্যবহার করতেন তিনি। শুধু তা-ই নয়, প্রিয়ার প্রথমপক্ষের মেয়েও নিজের জন্মদাতা বাবার পদবি ব্যবহার করত এত দিন। সঞ্জয়ের মৃত্যুর পর হঠাৎই ‘কপূর’ পদবি গ্রহণ করছে। এতেই যেন সন্দেহ বাড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement