Sunny Deol

আমি আমার পার্টি এবং কৃষকদের পাশে রয়েছি: সানি দেওল

পাশাপাশি, সানি স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কোনও ভাবেই দীপ সিধুর সান্নিধ্যে নেই। তাই দীপ যা বলবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ২২:৪১
Share:

সানি দেওল।

নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের মাঝে মুখ খুললেন বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল। রবিবার কৃষকদের কেন্দ্রের উপর ভরসা রাখার বার্তা দিয়ে তিনি বলেন, বিজেপি সরকার কৃষকদের সুবিধার কথা মাথায় রেখেই কাজ করছে।

অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধুর থেকেও খানিক দূরত্ব বজায় রাখছেন সানি। কারণ? তিনিও কৃষকদের এই আন্দোলনে তাঁদের পাশে থেকে যোগদান করেছিলেন। ২০১৯ সালে লোকসভা ভোটের সময় গুরুদাসপুরে সানির হয়ে প্রচারেও নেমেছিলেন দীপ। খালিস্তান আন্দোলনের সমর্থক বলে পরিচিত সিধু এই কৃষক আন্দোলনের সময় ফের শিরেনামে আসেন।

সানি টুইটারে লেখেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, কৃষক এবং কেন্দ্রের মধ্যে না আসতে। কারণ দুই পক্ষ আলোচনার পর একটি সমাধান নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আমি জানি অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে চাইছেন। তাঁরা আসলে কৃষকদের কথা ভাবছেন না। তাঁদের নিজেদের স্বার্থ এর সঙ্গে জড়িয়ে রয়েছে।’

Advertisement

পাশাপাশি, সানি স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কোনও ভাবেই দীপ সিধুর সান্নিধ্যে নেই। তাই দীপ যা বলবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। সানি তাঁর সঙ্গে কোনও ভাবেই জড়িত নন। তিনি আরও বলেন, ‘আমি সব সময় আমার দল এবং কৃষকদের পাশে রয়েছি। আমি জানি আমার দল কৃষকদের উন্নতির কথাই চিন্তা করবে এবং আমি নিশ্চিত কৃষকদের সঙ্গে আলোচনার পর সরকার তাঁদের জন্য সঠিক সিদ্ধান্তই নেবে।’

আরও পড়ুন: অভিমানে মুখ ভার কৌশানির, বনি একদম পাত্তা দিচ্ছেন না?

আরও পড়ুন: অনিল কপূরকে অবসর নিতে বললেন পরিচালক অনুরাগ কাশ্যপ!

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন