সানি লিওনে। ছবি: সংগৃহীত।
‘বিগ বস্’-এর মাধ্যমে ভারতীয় টেলিভিশনে প্রবেশ। ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে ওঠেন একসময়ের পর্নতারকা সানি লিওনে। পরিচালক মহেশ ভট্ট বলিউডে তাঁর আত্মপ্রকাশের সুযোগ করে দেন। তার পরে নিজের রাস্তা নিজেই তৈরি করেছেন। এক যুগের বেশি সময় কাটিয়ে ফেলেছেন বলিউডে। তবু অতীত যেন পিছু ছাড়ে না তাঁর। এ বার মথুরায় বাতিল করা হল সানির অনুষ্ঠান।
কথা ছিল, বর্ষবরণের রাতে উত্তরপ্রদেশের মথুরায় সানি অনুষ্ঠান করবেন। সেখানকার একটি পানশালায় রাতভর পার্টিতে ‘ডিজে’ হওয়ার কথা ছিল তাঁর। অভিনেত্রী নিজেই একটি ভিডিয়োয় বলেন, ‘‘আমি মথুরায় অনুষ্ঠান করার জন্য ভীষণ উত্তেজিত। নববর্ষটা মথুরায় একসঙ্গে উদ্যাপন করব আমরা, আশা করব রাতটা স্মরণীয় হয়ে থাকবে।’’ কিন্তু মথুরার একাধিক মন্দিরের পুরোহিত সংগঠনের তরফ থেকে এই অনুষ্ঠানের বিরুদ্ধে আপত্তি জানানো হয়।
সংগঠনের তরফে একটি চিঠি দিয়ে আপত্তি প্রকাশ করা হয়। তাঁদের কথায়, “মথুরা পবিত্র ভূমি। সারা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। তবে কিছু মানুষ ইচ্ছাকৃত এই পুণ্যভূমির সুনাম নষ্ট করতে চাইছেন। এরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন। একটি পবিত্র শহরকে কালিমালিপ্ত করার এবং তার গরিমা নষ্ট করার প্রচেষ্টা চালানো হচ্ছে।’’ এমন একটি অভিযোগপত্র জমা পড়তেই ওই পানশালার তরফে নববর্ষের গোটা অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়।