Rekha Viral video

আসেননি জয়া-অমিতাভ! বিগ বি-র নাতি অগস্ত্যের ছবি দেখে ছুটে গিয়ে কী করলেন রেখা?

জয়া-অমিতাভ-রেখা, এই ত্রয়ীর সম্পর্কের সমীকরণ নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। এ বার অমিতাভের নাতি অগস্ত্য নন্দের প্রথম ছবি ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে গিয়ে সকলের নজর কাড়লেন সেই রেখাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮
Share:

(বাঁ দিক থেকে) অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখা। ছবি: সংগৃহীত।

অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই অকপট রেখা। একসময় প্রথম সারির এই দুই নায়ক-নায়িকার ‘প্রেম’-এর গুঞ্জনে মুখর ছিল বলিউড। জয়া-অমিতাভ-রেখা, এই ত্রয়ীর সম্পর্কের সমীকরণ নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। এ বার অমিতাভের নাতি অগস্ত্য নন্দের প্রথম ছবি ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে গিয়ে সকলের নজর কাড়লেন সেই রেখাই।

Advertisement

প্রথম থেকেই অমিতাভের পরিবারের প্রতি আবেপ্রবণ রেখা। সে অভিষেক-ঐশ্বর্যা হোক কিংবা আরাধ্যা। রেখাকে একাধিক বার দেখা গিয়েছে ঐশ্বর্যার প্রশংসায় পঞ্চমুখ হতে। এ বার ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে অগস্ত্যের ছবিসমেত বড় পোস্টারের দিকে ছুটে যান। সেই পোস্টারেই অগস্ত্যকে রীতিমতো আদরে-চুমুতে ভরিয়ে দেন।

এ দিনের প্রিমিয়ারে হাজির ছিলেন অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন। যদিও নাতির জীবনের এমন একটা বড় দিনে অনুপস্থিত ছিলেন অমিতাভ ও জয়া বচ্চন। অগস্ত্যের ছবিকে আদরে ভরালেও তাঁর অভিনয় নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও প্রতিক্রিয়া দেননি রেখা। ‘ইক্কিস’ এক দিকে যেমন অগস্ত্যের প্রথম ছবি, তেমনই এটি ধর্মেন্দ্রের শেষ ছবি। বাবার শেষ ছবি দেখতে এসে অশ্রুসজল হন ববি ও সানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement