Tara Sutaria

মঞ্চে এপি ঢিল্লোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত ছড়িয়ে পড়তেই জল্পনা তারা-বীরের বিচ্ছেদ নিয়ে, মুখ খুললেন জুটি

সম্প্রতি এপি-র সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন তারা। সেই ‘থোড়ি সি দারু’ গানটিই মঞ্চে করার সময় হাজির হন তারাও। পর্দার রসায়ন মঞ্চে ফুটিয়ে তুলতে অভিনেত্রীর গালে চুম্বন আঁকেন এপি। তার পরে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৫
Share:

এপি ঢিল্লোঁর প্রসঙ্গে এ বার মুখ খুললেন তারা এবং বীর। ছবি: সংগৃহীত।

দিনকয়েক ধরেই সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তারা সুতারিয়া ও তাঁর প্রেমিক বীর পাহাড়িয়া। গত শুক্রবার মুম্বইয়ে পাঞ্জাবি গায়ক এপি ঢিল্লোঁর কনসার্ট ছিল। সেখানেই মঞ্চে তারার গালে চুম্বন করেন এপি। যা দেখে নাকি অস্বস্তিতে পড়েন বীর। এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এর পরেই শুরু হয় তাঁদের বিচ্ছেদ-জল্পনা। এ বার গোটা বিষয়ে মুখ খুললেন তারা ও বীর।

Advertisement

সম্প্রতি এপি-র সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন তারা। সেই ‘থোড়ি সি দারু’ গানটিই মঞ্চে করার সময় হাজির হন তারাও। পর্দার রসায়ন মঞ্চে ফুটিয়ে তুলতে অভিনেত্রীর গালে চুম্বন আঁকেন এপি। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মঞ্চে তারা-এপিকে ঘনিষ্ঠ দেখেই অস্বস্তিতে বীর। এর পরে সমাজমাধ্যমে ট্রোলের বন্যা। এ বার মুখ খুললেন তারা। গোটা বিষয়টাকে ‘ক্লেভার এডিটিং’ বলেছেন তিনি অর্থাৎ তাঁর দাবি অনুযায়ী দুটো মুহূর্ত ভিন্ন সময়ের। কিন্তু সেগুলি পরপর বসিয়ে ‘দারুণ’ সম্পাদনা করা হয়েছে, যার থেকে ভুল বুঝছেন নেটাগরিকেরা।

অভিনেত্রী লেখেন, “বি.দ্র.- ভুল তথ্য, ‘চতুর সম্পাদনা’ ও টাকা দিয়ে প্রচার করলেই আমাদের সম্পর্কে চিড় ধরানো যাবে না। সব শেষে ভালবাসা ও সত্যেরই জয় হয়।” এমনই একটি ভিডিয়োর মন্তব্যবাক্সে মুখ খোলেন বীরও। তিনি লেখেন, “বলাই বাহুল্য আমার প্রতিক্রিয়ার ফুটেজটা অন্য একটা গানের থেকে নেওয়া, এটা ‘থোড়ি সি দারু’র সময়ের না।”

Advertisement

এর পরে ওই দিনের অনুষ্ঠানের আলাদা একটি ভিডিয়ো নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন তারা। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে বীরের সঙ্গে সম্পর্কের জল্পনায় সিলমোহর দেন তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement