বিজয় দেবরকোন্ডাতেই সমর্পিতপ্রাণ রশ্মিকা মন্দানা? ছবি: ফেসবুক।
তাঁরা কি আদৌ বাগ্দান সেরেছেন? নিজমুখে কেউই কিছু বলেননি। ফলে, বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিলই। বছরশেষের আগে যদিও বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার ঘনিষ্ঠ সূত্রের তরফে এই জল্পনায় সিলমোহর দেওয়া হয়েছে।
সঙ্গে আরও একটি খুশির খবর ছড়িয়ে পড়েছে উদ্যাপনের আবহে। বাগ্দানের গুঞ্জন প্রকাশ্যে আসার সময়েই শোনা গিয়েছিল, ২০২৬-এর ফেব্রুয়ারিতে নাকি তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। খবর, সে রকমই ঘটতে চলেছে। সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার এবং অতি নিকটজন। বিয়ের অনুষ্ঠান মিটিয়ে হায়দরাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় ভাবে উদ্যাপন করবেন।
বিজয়-রশ্মিকার প্রেমের খবর অনেক দিন ধরেই পল্লবিত। যদিও কোনও পক্ষই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি। কিন্তু তাঁদের একসঙ্গে ছুটি নেওয়া, বেড়ানোর জায়গার প্রাকৃতিক দৃশ্যের সাদৃশ্য বারবার চোখে পড়েছে অনুরাগীদের। তাই নিয়ে প্রচুর আলোচনাও হয়েছে সকলের মধ্যে। বাগ্দানের খবর ছড়ানোর পরে উভয়ের অনামিকায় বহুমূল্য আংটি শোভা বাড়িয়েছে। সেটাও চোখ এড়ায়নি কারও। তাই বিয়ের তারিখ জানাজানি হতেই চওড়া হাসি তাঁদের মুখে। যদিও নিজেরা এই বিষয়ে কিছুই খোলসা করেননি। ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। সেই মাসে প্রেম পরিণতি পাওয়ায় খুশি সবাই।
কিন্তু প্রেম বা বাগ্দান নিয়ে এত লুকোছাপা? বিশেষ করে রশ্মিকার তরফ থেকে?
খবর, ২০১৭-র জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে প্রথম বাগ্দান হয়েছিল রশ্মিকার। এক বছর পরে সেই বাগ্দান ভেঙে যায়। কেন দু’জনের পথ আলাদা হয়ে যায়? জানাননি রক্ষিত-রশ্মিকা। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্ভবত এই কারণেই প্রেম, বাগ্দান , বিয়ে নিয়ে রশ্মিকা ততটাও সরব নন।