Entertainment News

চিকিত্সককে কেন নিজের ‘হিরো’ বললেন সানি লিওন?

না, প্রেম-ছবি কোনওটাই নয়। এই বিষয়টা একেবারেই ব্যক্তিগত। তবে ব্যক্তিগত বিষয় হলেও, ইনস্টাগ্রামে তা ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন সানি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৩:৪৪
Share:

সানি লিওন। ছবি: সানির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

চিকিত্সক অগ্রবাল সানি লিওনের ‘হিরো’। হ্যাঁ, এ কথা খোদ অভিনেত্রীই জানিয়েছেন। বিষয়টা কী বলুন তো? সানির নতুন কোনও ছবি? নাকি নতুন করে কারও প্রেমে পড়লেন নায়িকা?

Advertisement

না, প্রেম-ছবি কোনওটাই নয়। এই বিষয়টা একেবারেই ব্যক্তিগত। তবে ব্যক্তিগত বিষয় হলেও, ইনস্টাগ্রামে তা ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন সানি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে, একটি বড় টায়ার তুলে ফিটনেস ট্রেনিং করছেন নায়িকা। তবে উল্লেখযোগ্য বিষয়টি হল, ক্যাপশনটি। সানি লিখেছেন, ‘‘গতকাল খাবারে ভয়াবহ বিষক্রিয়ার পর আমি ফের নিজের শক্তি ফিরে পেয়েছি!! ...ডক্টর অগ্রবালই আজ আমার হিরো!”

Advertisement

আরবাজ খানের সঙ্গে ‘তেরা ইন্তেজার’ ছবি করার পর বেশ কিছুদিন ধরেই লাইমলাইটে নেই সানি লিওন। ফুড পয়জনিংয়ে কাবু ছিলেন তা জানিয়েছেন তিনিই। সুস্থ হয়ে ফের ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, একসঙ্গে নাচ শিখছেন আমির-ক্যাটরিনা, শিক্ষক কে?

আরও পড়ুন, দীপিকার ‘পারফেক্ট’ ফিগারের রহস্য জানেন? দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement