‘মস্তিজাদে’র কোন লিঙ্ক শেয়ার করলেন সানি?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘মস্তিজাদে’র প্রথম গান। এ খবর টুইট করে জানিয়েছেন খোদ সানি লিওন। সানির কথায়, ‘‘আজ বিকেল চারটে নাগাদ মুক্তি পাবে মস্তিজাদের প্রথম গান। তার আগে প্রাণভরে হাসতে চোখ রাখুন ট্রেলরে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৫
Share:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘মস্তিজাদে’র প্রথম গান। এ খবর টুইট করে জানিয়েছেন খোদ সানি লিওন। সানির কথায়, ‘‘আজ বিকেল চারটে নাগাদ মুক্তি পাবে মস্তিজাদের প্রথম গান। তার আগে প্রাণভরে হাসতে চোখ রাখুন ট্রেলরে।’’

Advertisement

মস্তিজাদে-র টিজার ও মোশন পোস্টার মুক্তির পরই অশ্লীলতার অভিযোগ উঠেছিল মস্তিজাদের বিরুদ্ধে। মিলাপ জাভেরি পরিচালিত সানি লিওনের ছবি নিয়ে এর মধ্যেই উত্তেজনা তুঙ্গে। ৪০ সেকেন্ডের টিজার গ্র্যান্ড মস্তির মতো ছবির কথা মনে করিয়ে দিয়েছে। আদর্শ সেক্স কমেডির সব রকম উপাদানে ভরপুর এই ছবি।

আরও পড়ুন, ‘মস্তিজাদে’র একটি দৃশ্যও বাদ দেয়নি সেন্সর!

Advertisement

ছবিতে ডবল রোলে দেখা যাবে সানিকে। রয়েছেন তুষার কপূর, বীর দাস। ক্যামিও চরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ। আগামী ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবি। আপাতত চোখ রাখুন সানি লিওনের শেয়ার করা ভিডিওতে।

গ্যালারিতে দেখুন, সানির মস্তি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement