গুগল সার্চে এক নম্বর, ভারতকে ধন্যবাদ সানির

ভারতে পা রেখেছেন মাত্র তিন বছর। এর মধ্যে দর্শকদের মন জয় করেছেন সানি লিওন। তাঁর ভক্তের সংখ্যাও ঈর্ষা করার মতো। তাই গুগলে তিনিই যে হবেন মোস্ট সার্চড তা যেন জানাই ছিল। এই বছর আরও এক বার গুগলে মোস্ট সার্চড সেলিব্রিটি হলেন সানি।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ১৩:২০
Share:

ভারতে পা রেখেছেন মাত্র তিন বছর। এর মধ্যে দর্শকদের মন জয় করেছেন সানি লিওন। তাঁর ভক্তের সংখ্যাও ঈর্ষা করার মতো। তাই গুগলে তিনিই যে হবেন মোস্ট সার্চড তা যেন জানাই ছিল। এই বছর আরও এক বার গুগলে মোস্ট সার্চড সেলিব্রিটি হলেন সানি।

Advertisement

এত ভালবাসা পেয়ে আপ্লুত সানি দেশকে ধন্যবাদ জানালেন টুইটারে। সানি টুইট করেছেন, ‘‘ভারতকে অনেক ধন্যবাদ। তোমাকে খুব ভালবাসি। ভাবতেও পারিনি গুগল সার্টে আবার এক নম্বর হব। শুভ রাত্রি।’’

আগামী বছরের শুরুতেই মিলাপ জাভেরির মস্তিজাদে ছবিতে ডবল রোলে দেখা যাবে সানিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement