শুনে অবাক হলেন তো? কিন্তু এটাই সত্যি। আরবাজ খানকে হন্যে হয়ে খুঁজছেন সানি লিওন।
তবে অফস্ক্রিন নয়, এ ঘটনা অনস্ক্রিনের। কারণ ‘তেরা ইনতেজার’ নামে নতুন একটি ছবিতে জুটি বেঁধেছেন আরজাজ-সানি। আর ছবির নাম শুনেই বুঝতে পারছেন এ ছবিতে রয়েছে এক দীর্ঘ অপেক্ষার গল্প। ‘বীর’ অর্থাত্ আরবাজ হারিয়ে যাবেন। আর তাঁকে খুঁজবেন প্রেমিকা ‘রউনক’ অর্থাত্ সানি লিওন।
এই রোম্যান্টিক থ্রিলার পরিচালনা করছেন রাজীব ওয়ালিয়া। এটিই তাঁর ডেবিউ ফিল্ম। হায়দরাবাদেই ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ফের একটি মেনস্ট্রিম ছবিতে অভিনয় করতে পেরে খুশি সানি লিওন। বিশেষত আরবাজের সঙ্গে কাজ করবেন বলে খুব উত্তেজিত। এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের কতটা পছন্দ হয়, এখন সেটাই দেখার।