‘সুপারউওম্যান’ হতে চান সানি

এ বার সুপারহিরোইন হতে চান সানি লিওন। লাস্যময়ী ইমেজ ভেঙেচুরে খানখান করে পর্দায় ধুন্ধুমার ফেলে দিতে চান তিনি। টুইটারে এক ভক্ত সানিকে প্রশ্ন করেছিলেন, সুপারউওম্যানের মতো কোনও চরিত্র তিনি করতে চান কি না। উত্তরে সানি জানান, এ ধরনের চরিত্র পেলে তিনি অবশ্যই করবেন। ‘জিসম ২’, ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’-র মতো ছবিতে অভিনয় করে বলিউডে ক্রমশ নিজের একটি জায়গা তৈরি করেছেন সানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:০০
Share:

এ বার সুপারহিরোইন হতে চান সানি লিওন। লাস্যময়ী ইমেজ ভেঙেচুরে খানখান করে পর্দায় ধুন্ধুমার ফেলে দিতে চান তিনি। টুইটারে এক ভক্ত সানিকে প্রশ্ন করেছিলেন, সুপারউওম্যানের মতো কোনও চরিত্র তিনি করতে চান কি না। উত্তরে সানি জানান, এ ধরনের চরিত্র পেলে তিনি অবশ্যই করবেন। ‘জিসম ২’, ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’-র মতো ছবিতে অভিনয় করে বলিউডে ক্রমশ নিজের একটি জায়গা তৈরি করেছেন সানি। তবে, প্রায় একই ধরনের চরিত্রে যে তিনি আটকে পড়ছেন, সে কথা বলেছেন নিজেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement