কৃতীর সঙ্গে প্রেম করছেন না সুশান্ত! তবে?

দীর্ঘ দিনের সঙ্গী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের বিবাহ বিচ্ছেদের খবর এখন পুরনো হয়ে গিয়েছে। পুরনো প্রেম ভাঙার পর কৃতী শ্যাননের সঙ্গে সুশান্তের নতুন সম্পর্কের মুখরোচক খবরও পেজ থ্রি-র শিরোনামে জায়গা করে নিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ১৩:০৭
Share:

দীর্ঘ দিনের সঙ্গী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের বিবাহ বিচ্ছেদের খবর এখন পুরনো হয়ে গিয়েছে। পুরনো প্রেম ভাঙার পর কৃতী শ্যাননের সঙ্গে সুশান্তের নতুন সম্পর্কের মুখরোচক খবরও পেজ থ্রি-র শিরোনামে জায়গা করে নিয়েছিল। কিন্তু, সব রটনা উড়িয়ে এ বার নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘কাই পো চে’-র নায়ক সুশান্ত।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রবতা’র কো-স্টার কৃতী শ্যাননের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সুশান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার অ্যাফেয়ার নিয়ে মুখোরোচক স্টোরি আমিও দেখেছি। এগুলো বেশ এইন্টারটেইনিং ঠিকই, কিন্তু সত্যি নয়।’’

আরও পড়ুন: সুশান্ত-পরিণীতি ম্যাজিক ফিরছে ‘তাকাদুম’-এ

Advertisement

শুটিংয়ের ফাঁকে কৃতীর সঙ্গে সুশান্তের ব্যাঙ্ককে রোমান্টিক হলিডে কাটানোর খবরও ফলাও করে ছাপানো হয়েছিল সংবাদ মাধ্যমে। এ বার সেই গুজবের প্রতিবাদ করে সুশান্ত জানান, কৃতী এবং তিনি নাকি একসঙ্গে ঘুরতেই যাননি কোনও দিন। যখন এ সব খবর ছাপা হয় তখন তিনি নাকি মুম্বইতে ছিলেন!

সুশান্তের এই স্বীকারোক্তির পরে কি আদৌ তাঁদের মুখরোচক প্রেম কাহিনিতে দাঁড়ি পড়বে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement