স্বজনপোষণ থেকে সুশান্তকে উপেক্ষা, অভিযোগের কী উত্তর দিলেন সলমন?

কাধিক এমন ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যা দেখে সুশান্তের অনুরাগীদের দাবি,‘রাবতা’ স্টার শুধুই প্রতিভার জোরে ‘কুলীন’ হয়ে উঠতে পারেননি টি-টাউনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২০ ১৪:১৩
Share:

সলমন খান এবং সুশান্ত সিংহ রাজপুত।

ভাইজানকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা একটু হলেও ফিকে? সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু, কারণ কাটাছেঁড়া করতে গিয়ে স্বজনপোষণের মতো বিষয় নিয়ে নতুন করে বিতর্কের ঝড়, এসবই বলছে সলমন খান যেন ব্যাকফুটে। একাধিক এমন ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যা দেখে সুশান্তের অনুরাগীদের দাবি,‘রাবতা’ স্টার শুধুই প্রতিভার জোরে ‘কুলীন’ হয়ে উঠতে পারেননি টি-টাউনে। একাধিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে চেয়েও তিনি পাত্তা পাননি অনেক জায়গায়!

Advertisement

সেরকমই এক অনুষ্ঠান আইফা অ্যাওয়ার্ডে এই মনোভাব দেখিয়েছেন সলমন। সবার থেকে বেশি নাচের দক্ষতা থাকার পরেও সুশান্তকে তিনি এবং ওই মঞ্চে উপস্থিত বাকিরা ঠেলতে ঠেলতে এমন ভাবে স্টেজের এক কোণে পাঠিয়ে দেন যে, শেষে নাচ থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেন তিনি।

এখানেই শেষ নয়, যেভাবে সূরজ পাঞ্চোলির ছেলে আদিত্যকে তিনি প্রমোট করেছেন, তাঁকে হিরো বানিয়ে ছবি প্রযোজনা করেছেন, ছবি মুক্তির আগে আদিত্য জিয়া খান মৃত্যু মামলায় ফাঁসতেই যেভাবে ছবির নায়ককে আগলেছেন---সব মিলিয়ে ক্ষুব্ধ সুশান্ত-ভক্তরা।একই ভাবে অভিনেতার অপমৃত্যুর পর নিজের মেয়ের মৃত্যুর জন্য ‘খান’দানের দিকে আরও একবার আঙুল তুলেছেন জিয়া খানের মা-ও। বিহারের মজফফরপুর আদালতে ইতিমধ্যেই সলমনের নামে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। খবর, এই মামলার প্রেক্ষিতে হয়ত ডাকা হবে কঙ্গনা রানাউতকে। যিনি প্রথম স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছিলেন।

Advertisement

আরও পড়ুন- অভিনেত্রীদের মতো অভিনেতারাও শুয়েই কাজ জোগাড় করেন? শ্রীলেখাকে পরোক্ষে বিঁধলেন স্বস্তিকা

সলমনের টুইট

শুধু নেটাগরিকেরা নন, ‘দবং’ স্টারের ওপর ক্রুদ্ধ ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপও। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুশান্ত লড়তে পারেননি। তিনি লড়বেন। এর শেষ দেখে ছাড়বেন। কারণ, তাঁর কেরিয়ারও একসময় ডুবতে বসেছিল খান ভাইদের দাপটে।

এদিকে সুশান্ত ভক্তদের আরও দাবি, বিয়িং হিউম্যান সংস্থা থেকে অবিলম্বে নাম সরিয়ে নেওয়া হোক অভিনেতার। তিনি এই সংস্থায় থাকার উপযুক্ত নন।এত কিছুর পরেও সলমন কিন্তু ভীষণ ‘কুল’। অত্যন্ত মার্জিত ভাবে নিজের ভক্তদের টুইট করে অনুরোধ জানিয়েছেন, ‘পাশে থাকুন সুশান্তের পরিবার, তাঁর অনুরাগীদের। ৩৪ বছরের একটা তাজা প্রাণ ফুরিয়ে গেল এভাবে। কষ্ট হতে বাধ্য। সেই কষ্ট থেকেই সবাই এত ক্ষোভ প্রকাশ করছেন। এগুলো ধরে কেউ এমন কিচ্ছু বলবেন না, যাতে ওঁরা আরও আঘাত পান।’

সত্যিই, ক্যায়া কুল হ্যায় ভাইজান....!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন