Ranvir Shorey

উলট পুরাণ রামগোপালের

একাধিক টুইটে তিনি স্পষ্ট করেছেন, কর্ণ জোহর ও আদিত্য চোপড়ার মতো ব্যক্তিরা আসলে কর্মসংস্থান তৈরি করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০২:৩৬
Share:

রামগোপাল-রণবীর

এ বছর ‘ভূত: দ্য হন্টেড শিপ পার্ট ওয়ান’ ছবিটির প্রচারেই স্পষ্ট হয়ে গিয়েছিল, কর্ণ জোহরের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন পরিচালক রামগোপাল বর্মা। তবে এটা সাম্প্রতিক ঘটনা নয়। গত কয়েক বছর ধরেই এই সখ্য চোখে পড়ার মতো। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর পরে নেটিজ়েনদের কাঠগড়ায় উঠেছেন কর্ণ। সঙ্গে যশ রাজ ফিল্মস, সলমন খান অ্যান্ড কোম্পানির মতো বড় নামও। পরিচালক শেখর কপূর ও অভিনব সিংহ কাশ্যপের বিবৃতি জনসমক্ষে আসার পরেই সুশান্তের প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইছেন অভিনেতার অনুরাগীরা। তবে এই পরিস্থিতিতে কর্ণের পাশে দাঁড়িয়েছেন রামগোপাল।

Advertisement

একাধিক টুইটে তিনি স্পষ্ট করেছেন, কর্ণ জোহর ও আদিত্য চোপড়ার মতো ব্যক্তিরা আসলে কর্মসংস্থান তৈরি করেন। যাঁরা সোশ্যাল মিডিয়ায় নেপোটি‌জ়ম নিয়ে শোরগোল করছেন, তাঁরা শুধুই কর্মহীনদের বিনোদন জোগান, কাজের কাজ করেন না। সুশান্তের আত্মহত্যার সঙ্গে পরিযায়ী শ্রমিকদের সঙ্গিন অবস্থা, কৃষকদের আত্মহত্যার মতো স্পর্শকাতর বিষয়গুলিও টুইটে জুড়ে দিয়েছেন। ‘নেপোটিজ়ম’কেও রামগোপাল ব্যাখ্যা করেছেন এ ভাবে, ‘‘এটাই সমাজের ভিত্তি। নিজের স্ত্রী-সন্তানকে বেশি ভালবাসবেন না অন্যের পরিবারকে? শাহরুখ খান ছেলে আরিয়ানকে লঞ্চ করবে না কি অন্যের ছেলেকে?’’

রামগোপালের বিপরীত মেরুতে রণবীর শোরে। তিনি বলিউডের অ্যাওয়ার্ড শোয়ের প্রহসনকে এক তারকা সন্তানের স্বীকৃতি পাওয়ার আখ্যান হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি বলেছেন, ‘‘কেউ আত্মহত্যা করেছে, তার দায় সেই ব্যক্তিরই। কিন্তু ইন্ডাস্ট্রির ‘স্বঘোষিত দ্বাররক্ষক’দের দায়িত্ব নেওয়া উচিত। তাঁরা শুধু পাওয়ার-প্লেতেই ব্যস্ত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন