Sushmita Sen

শরীরে শরীর মিশিয়ে দিলেন সুস্মিতা আর তাঁর বয়ফ্রেন্ড রহমান

সুস্মিতা গলা জড়িয়ে ধরে আছেন রহমানের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ১৫:১৪
Share:

রহমান এবং সুস্মিতা। ছবি-ইনস্টাগ্রাম।

বয়ফ্রেন্ড রহমান সলের সঙ্গে অন্তরঙ্গ ওয়ার্কআউটে মেতে উঠেছেন সুস্মিতা সেন! এই ঘনিষ্ঠ ‘কাপল ওয়ার্কআউট’-এ একে অন্যের শরীর মিলেমিশে একাকার। আর এই মিলমিশের মধ্যেই ‘স্পিরিট’, ‘পজিটিভিটি’, ‘ফিটনেস’— এই সব শব্দ ব্যবহার করে করোনার ত্রাসকে দূরে সরিয়ে রাখছেন সুস্মিতা সেন।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডের সঙ্গে যে ছবি পোস্ট করেছেন সুস্মিতা, তাতে দেখা যাছে তাঁর পা রহমানের হাঁটুর উপর ভর করে আছে আর সুস্মিতা গলা জড়িয়ে ধরে আছেন রহমানের। সুস্মিতা পোস্টে লিখেছেন, ‘কঠিন সময় পেরিয়ে যাবে... কঠিন মানুষেরা বেঁচে থাকবে। জীবনের প্রতি কমিটেড থাকলে বেঁচে থাকার শক্তি পাওয়া যায়। জীবন ঠিক পথ বের করে আনে। কোনও না কোনও সময়ে জীবনের সব কাজ থেকে বিরত থাকতে হয়। মানসিক ভাবে শক্ত আর শারীরিক ভাবে সুস্থ থাকলে যে কোনও প্রতিকূলতাকে পেরনো যায়।’

ওয়ার্কআউটের এই ছবি দিয়ে সুস্মিতা তাঁর ভক্তদের ফিটনেস আর ভালবাসা দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তবে এই পদ্ধতি নতুন কিছু নয়, কখনও দুর্দান্ত সব ওয়ার্কআউটের ভিডিয়ো আবার কখনও স্কুবাই ডাইভের ভিডিয়ো শেয়ার করে সুস্মিতা বরাবর ভক্তদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখাতে চেয়েছেন। এই কাজে তাঁর সঙ্গী ১৬ বছরের ছোট বয়ফ্রেন্ডও বরাবর তাঁকে সমর্থন করেছেন।

Advertisement

দেখুন সুস্মিতার পোস্ট

Tough times don’t last...Tough people do!! #truethat ❤️ Staying committed to life is powerful...for life ALWAYS finds a way!!! 🤗👍We will all need to be of service at some point, it’s wise to stay mentally strong & physically healthy against all odds, to be of help when life beckons!!❤️ sending love & healing energies to the world!!! #staysafe #proactive #breathe #discipline #highspirits #collectiveconsciousness 🙏❤️🤗 #duggadugga @rohmanshawl 🌈 I love you guys!!

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

Simple togetherness & ample laughter!! Learning to make the most of every situation...knowing the power of ‘hope’ & ‘positivity’ can move mountains!! 🤗❤️👏 #sharing #love #family #simplejoys #happyquarantine #stayhomeindia 🤗😍 I love you guys!! #duggadugga 💃🏻

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন