Sushmita Sen

প্রত্যাবর্তন সুস্মিতার

বহু বছর পরে ফের ক্যামেরার সামনে তিনি। রাম মাধবানি পরিচালিত সিরিজ় ‘আরিয়া’ মুক্তি পেতে চলেছে আগামী ১৯ জুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০০:০১
Share:

সুস্মিতা

ভক্তদের কথা দিয়েছিলেন, দীর্ঘ অপেক্ষার শেষে শিগগিরই পর্দায় ফিরতে চলেছেন তিনি। সুস্মিতা সেন কথা রাখলেন। ডিজ়নি প্লাস হটস্টারে তাঁর আসন্ন সিরিজ় ‘আরিয়া’র ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। টিজ়ারে সুস্মিতাকে ওয়র্কআউট করতে দেখা গিয়েছিল। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আপনে বুলায়া অওর হম চলে আয়ে’। এ বার ট্রেলারে পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে সুস্মিতাকে। ড্রাগ র‌্যাকেটের প্রেক্ষাপটে তৈরি এই কাহিনিতে ‘ডন’-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরিয়া, তার পরিবারকে রক্ষা করতে। ২০১৫ সালে বাংলা ছবি ‘নির্বাক’-এ শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল সুস্মিতাকে। তাঁর শেষ হিন্দি ছবি বলতে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো প্রবলেম’।

Advertisement

তার পর থেকে সোশ্যাল মিডিয়াতেই শুধু দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে। সেখানে দুই মেয়ে আর বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে দেদার ছবি-ভিডিয়ো পোস্ট করতেন সুস্মিতা। বহু বছর পরে ফের ক্যামেরার সামনে তিনি। রাম মাধবানি পরিচালিত সিরিজ় ‘আরিয়া’ মুক্তি পেতে চলেছে আগামী ১৯ জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement