susmita sen

Sushmita Sen: তিনবার বিয়ে হতে হতে বেঁচে গিয়েছি! আমার বাচ্চারাও বেঁচেছে: সুস্মিতা

পুরুষরা কেবল হতাশ করেছেন সুস্মিতাকে। সম্পর্কের খারাপ দিকগুলো এড়িয়ে নিজে যেমন একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন, মেয়েদেরও ভাল রেখেছেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৫:২৫
Share:

পুরুষরা কেবল হতাশই করেছেন!

পুরুষরা কেবল হতাশ করেছেন সুস্মিতাকে। সম্পর্কের খারাপ দিকগুলো এড়িয়ে নিজে যেমন একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন, মেয়েদেরও ভাল রেখেছেন অভিনেত্রী।

Advertisement

৪৬ বছরের জীবনে স্বামীর অভাব বোধ করেননি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। দুই মেয়ে রেনে আর আলিশাই তাঁর জীবন। এক সাক্ষাৎকারে হাসতে হাসতে তারকা জানান, তিন-তিনবার বিয়ে হতে হতে বেঁচে গিয়েছেন। ঈশ্বর তাঁকে রক্ষা করেছেন।

সম্প্রতি মডেল রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর শিরোনামে এসেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। তবে এখনই নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, সে নিয়ে একেবারেই নিশ্চিত করলেন সুস্মিতা।

Advertisement

অভিনেত্রী বলেন, “সৌভাগ্যবশত জীবনে খুব আকর্ষণীয় কিছু পুরুষের দেখা পেয়েছি। তবে কখনওই বিয়ে করার কথা ভাবিনি কারণ, তাঁরা সবাই আমায় হতাশ করেছেন। আমার বাচ্চারা এ নিয়ে কখনও অসহযোগিতা করেনি। ওরা আমার জীবনে আসা সমস্ত মানুষকেই আপন করেছিল। সবাইকে সমান ভালবাসা এবং সম্মান দিয়েছে। খুব ভাল লাগে সেটা দেখতে।”

সুস্মিতা আরও বলেন, “তিনবার বিয়ের দিকে এগিয়েছিলাম। তিনবারই ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। সেই সব পুরুষের নিজ নিজ জীবনে কী কী দুর্যোগ এসেছিল তা আমি বলতে পারব না। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন, কারণ আমার দু’টি বাচ্চাকে রক্ষা করার ছিল। কখনই আমাকে একটা খারাপ সম্পর্কে থাকতে হয়নি।”

বাচ্চাদের একা লালন করার ক্ষেত্রে প্রতিকূলতা আসেনি? উত্তরে সুস্মিতা বলেন, “লোকজন প্রায়ই মনে করিয়ে দিতে চান, ওরা আমার দত্তক সন্তান। সেটা সহ্য করার অসীম শক্তি ঈশ্বর আমায় দিয়েছেন। আমি তাঁদের সকলকে ক্ষমা করে দিই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement