Susmita Sen

‘তুমি আমায় রক্ষা করেছিলে’, দত্তক প্রসঙ্গে আবেগঘন পোস্ট সুস্মিতার দশ বছরের মেয়ে আলিশার

সুস্মিতার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োই তাঁর প্রমাণ। সুস্মিতার ওই পোস্টে নেটিজেনরাও ভেসেছেন আবেগে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৬:২০
Share:

সুস্মিতার সঙ্গে আলিশা। —নিজস্ব চিত্র।

আলিশা সেন। সুস্মিতা সেনের ছোট মেয়ে। বয়স মাত্র দশ। না, জন্ম দেননি তাঁকে সুস্মিতা। আলিশা যখন খুব ছোট, একেবারে কোলের... তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন মিস ইউনিভার্স।

Advertisement

কিছু দিন আগে আলিশাকে স্কুলে লিখতে দেওয়া হয়েছিল, ‘অনাথ আশ্রম থেকে সন্তান দত্তক’ প্রসঙ্গে। ১০ বছরের ছোট্ট আলিশা যা লিখল তাতে আবেগঘন হয়ে পড়লেন মা সুস্মিতা। কী লিখেছে আলিশা?

আলিশার ভাষায়: ‘আমার মনে হয় সবাইকেই অনাথ আশ্রম থেকে সন্তান দত্তক নেওয়া উচিত। সন্তান দত্তক নেওয়ার মধ্যেই পরিবারে আনন্দ খুঁজে পেতে পারেন এক জন।’ পাশপাশি, আলিশা যোগ করে, ‘জন্মদাত্রী মা না হয়েও এক জনকে রক্ষা করা, নতুন জীবন দেওয়া... এর থেকে সুন্দর আর কী বা হতে পারে? আর উপরি পাওনা হিসেবে সেই বাচ্চার থেকেই তুমি পাবে নিঃস্বার্থ ভালবাসা।’

Advertisement

আরও পড়ুন: গোলাপি বেলেপাথর, চন্দনকাঠের দরজা... কেমন দেখতে হতে পারে প্রস্তাবিত রামমন্দির? দেখে নিন

ওইটুকু খুদের মুখে ওই সব কথা শুনে আবেগঘন হয়ে পড়েন সুস্মিতা। বাঁধ মানল না চোখের জলও। সুস্মিতার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োই তাঁর প্রমাণ। সুস্মিতার ওই পোস্টে নেটিজেনরাও ভেসেছেন আবেগে। কেউ লিখেছেন, ‘তুমিই প্রকৃত মা। জন্ম দিলেন কি শুধু মা হওয়া যায় নাকি?’ কেউ আবার শ্রীকৃষ্ণের তুলনা টেনে এনেও বলেছেন, ‘যশোদাও তো শ্রীকৃষ্ণকে জন্ম দেননি। কিন্তু নিজের সবটুকু দিয়ে বড় করে তুলেছিলেন তাঁকে।’

“You gave life in such a way, that you saved one” 👏😇🙏 #alisahsen ❤️ #10yrsold #essay #adoption 🤗❤️She had me in tears!!! This magnitude of love, acceptance, security, purity & honesty...the divinity in her convictions...uffff! Just listening to her opens the heart!!! #sharing #truth #kindness #bornfromtheheart 😍💋😊🌈I love you guys!!! #listen #duggadugga 😇

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

শুধু মায়েরই নয়, মেয়ের প্রশংসাতেও ফেটে পড়েছেন সুস্মিতা অনুরাগীরা। এত অল্প বয়সে দত্তক নেওয়া প্রসঙ্গে তাঁর যে রকম চিন্তাধারা, তার তারিফ করেছেন অনেকেই। ২০১০ সালে আলিশাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। এর আগে ২০০০ সালে তিনি আরও এক কন্যাসন্তান দত্তক নেন, নাম রেনে। প্রথম যখন দত্তক নিয়েছিলেন সুস্মিতা, তখন তাঁর বয়স মাত্র ২৫ বছর।

আরও পড়ুন: বুলবুলে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায় মুখ্যমন্ত্রী, ক্ষত সারাতে দ্রুত ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসনকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন