Entertainment News

হৃতিকের বিরুদ্ধে কঙ্গনার অভিযোগ, মুখ খুললেন সুজান…

২০১৪-এ বিবাহ বিচ্ছেদ হয়েছে হৃতিক ও সুজানের। কিন্তু তাতে তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৩৭
Share:

একের পর এক বিস্ফোরক মন্তব্য। কখনও হৃতিক রোশনের বিরুদ্ধে ইমেল হ্যাক করার অভিযোগ, কখনও বা তাঁকে মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগকে প্রকাশ্যে এনেছেন কঙ্গনা রানাওয়াত। কয়েক মাস আগে তাঁর ও হৃতিকের মধ্যে প্রকাশ্যে বিরোধ গড়ায় আদালত পর্যন্ত। সেই ইস্যু নিয়ে ফের মুখ খুলেছেন নায়িকা। আর তার পরই, হৃতিকের সমর্থনে এগিয়ে এলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান।

Advertisement

আরও পড়ুন, এক বলি অভিনেত্রীর জন্য হৃতিকের সঙ্গে ব্রেকআপ হয় কঙ্গনার?

সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে হৃতিকের একটি ছবি পোস্ট করে সুজান লেখেন, “বিষয়টার মধ্যে এমন কোনও গভীরতা বা এমন কোনও অভিযোগও নেই যা এক জন ভাল মানুষকে খারাপ করতে পারে।”

Advertisement

২০১৪-এ বিবাহ বিচ্ছেদ হয়েছে হৃতিক ও সুজানের। কিন্তু তাতে তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। কখনও দুই সন্তানকে নিয়ে এক সঙ্গে ডিনার করতে গিয়েছেন, কখনও বা বিদেশে ছুটি কাটিয়েছেন এই প্রাক্তন দম্পতি। সব সময় হৃতিকের পাশেই ছিলেন তিনি। আর এ বার ওয়েব দুনিয়ায় নিজের মতামত জানিয়ে যেন প্রমাণ করতে চাইলেন, আদতে কঙ্গনার অভিযোগের কোনও সারবত্তা নেই। তিনি যা বলছেন, তা সত্যি নয়। এতে হৃতিকের মতো ভাল মানুষের গায়ে কোনও আঁচ লাগতে পারে না।

আরও পড়ুন, ‘মেয়েরা যে কোনও সময় প্রেগন্যান্ট হয়ে পড়ে, আমারও ভয় ছিল’

সুজান নিজের পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি ঠিকই। কিন্তু তিনি যে কঙ্গনার বিস্ফোরক মন্তব্যেরই উত্তর দিয়েছেন তা একবাক্যে মেনে নিচ্ছেন ইন্ডাস্ট্রির বড় অংশ। 🤗 😇🖤

🤗 😇🖤

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement