Entertainment News

সোনালি আমার সাহস, ছবি শেয়ার করে বললেন সুজান

কিছুদিন আগেই সোনালির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুপম খের। ফিরে এসে তিনি বলেছিলেন, ‘সোনালি আমার হিরো।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ১৩:০৯
Share:

সুজানের শেয়ার করা সেই ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিউ ইয়র্কে চিকিত্সা চলছে ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান এবং অভিনেত্রী গায়ত্রী যোশি। ফ্রেন্ডশিপ ডে একসঙ্গে কাটিয়েছিলেন তিন বন্ধু। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সোনালি স্বয়ং। এ বার সুজানের পালা। তিন বন্ধুর ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন তিনি।

Advertisement

সুজান লিখেছেন, ‘... আমি জানি প্রচুর প্রশ্ন রয়েছে। তার উত্তরও রয়েছে আমার কাছে। আমি জানি ভবিষ্যত্ কত সুন্দর হবে। কারণ আমি ওদের সঙ্গে শেয়ার করতে পারছি... আমার সাহসের জায়গা... সোনালি, গায়ত্রী...।’

কিছুদিন আগেই সোনালির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুপম খের। ফিরে এসে তিনি বলেছিলেন, ‘সোনালি আমার হিরো।’ ইরফান খানের পর সোনালির ক্যানসারের খবরে রীতিমতো উদ্বিগ্ন বলিউড। ফেসবুক ও টুইটারে নিজেদের দুশ্চিন্তার কথা প্রকাশ করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু তারকা। সোনালির লড়াইকে তাঁরা কুর্নিশ জানাচ্ছেন।

Advertisement

আরও পড়ুন, ‘ডার্ক ওয়েব’-এর ফাঁদে সাহেব-সম্পূর্ণা?

চলতি মাসের প্রথমে সোনালির স্বামী গোল্ডি জানিয়েছিলেন, কেমোথেরাপি শুরু হয়েছে সোনালির। চিকিত্সকদের সম্পূর্ণ সহযোগিতা করছেন অভিনেত্রী। এই অসুখ যে শরীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস) তা প্রথমে টেরই পাননি সোনালি। কয়েক মাস আগে তাঁর শরীরে কিছু ব্যথা হচ্ছিল। তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তার জেরে কিছু পরীক্ষা করাতে হয় তাঁকে। তাতেই তাঁর ক্যানসার ধরা পড়ে।

হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement