প্রতারণা মামলায় অভিযুক্ত সুজান

কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী এবং উদ্যোগপতি সুজান খানের বিরুদ্ধে। একটি জমি-বাড়ি বিক্রেতা সংস্থা এ ব্যাপারে পানজিম পুলিশের দ্বারস্থ হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

পানজিম শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৮:৫৬
Share:

কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী এবং উদ্যোগপতি সুজান খানের বিরুদ্ধে। একটি জমি-বাড়ি বিক্রেতা সংস্থা এ ব্যাপারে পানজিম পুলিশের দ্বারস্থ হয়েছে। এ মাসের গোড়ায় তারা সুজানের নামে অভিযোগ করে। সুজানের তরফে সবটাই ভুয়ো বলে দাবি করা হয়েছে।

Advertisement

সংস্থাটির অভিযোগ, তাদের সঙ্গে চুক্তি করার জন্য সুজান নিজেকে স্থপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন, কিন্তু আদতে তিনি তা নন। তিন বছর আগে সেপ্টেম্বরে গোয়ায় একটি নির্মীয়মাণ আবাসনের জন্য স্থাপত্য এবং নকশা সংক্রান্ত লিখিত চুক্তি করে ওই সংস্থা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই কাজ সুজান করে উঠতে পারেননি বলে দাবি সংস্থার। উত্তর গোয়ায় তিসওয়াড়ি এলাকায় আবাসনটি তৈরি হচ্ছিল।

সংস্থার আইনজীবী জানিয়েছেন, পানজিম পুলিশ প্রথমে সুজানের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজি হয়নি। তাই তাঁরা আদালতে যান। তবে তার আগেই অবশ্য নড়ে বসে পুলিশ। এফআইআর-এ বলা হয়েছে, সুজান নিজেকে স্থপতি হিসেবে পরিচয় দেওয়ার পরে চুক্তিমাফিক জমি-বাড়ি বিক্রেতা সংস্থা তাঁকে ১ কোটি ৮৭ লক্ষ টাকা দেয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, দক্ষ কোনও স্থপতির মতো কাজ করে দেখাতে পারেননি সুজান। তখনই সন্দেহ হয় সংস্থার। তারা সুজানের কাছে ‘কাউন্সিল অব আর্কিটেকচার’-এর রেজিস্ট্রেশন নম্বর জানতে চায়। বারবার সুজান বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন
বলে দাবি সংস্থার। শেষে কাউন্সিলেই যোগাযোগ করে সংস্থা জানতে পারে সুজানের নাম নথিভুক্তই নেই।

Advertisement

সুজান এই মুহূর্তে লন্ডনে রয়েছেন। তাঁর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সব অভিযোগই ‘মিথ্যা’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘মানহানিকর’। সুজানের দাবি, ওই সংস্থাটি চুক্তিমাফিক টাকাপয়সা দিচ্ছিল না। সে কারণে তিনি আইনি লড়াই শুরু করতেই সংস্থাটি মিথ্যা অভিযোগ রটাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন