Holi 2025 Special

ভিন্‌ধর্মী বলেই কি ফহাদের গালে রং নেই? কটাক্ষ শুরু হতেই স্বামীর পাশে দাঁড়ালেন স্বরা

কে রং খেলবেন কে খেলবেন না— এটুকু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সকলের রয়েছে, দাবি অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১২:৪০
Share:

দোলের দিন মেয়ে, স্বরা ভাস্করের সঙ্গে ফহাদ আহমেদ। ছবি: ইনস্টাগ্রাম।

সোনাক্ষী সিংহের পর স্বরা ভাস্কর। প্রথম অভিনেত্রীর মতোই দ্বিতীয় জনও ধর্মের কারণে কটাক্ষের শিকার হলেন! উপলক্ষ দোলযাত্রা। সোনাক্ষীর স্বামী জ়াহির ইকবালের মতোই স্বরার স্বামী ফাহাদ আহমেদ শুক্রবার দোল খেলেননি। কিন্তু স্ত্রী-শিশুকন্যার পাশেই ছিলেন। সোনাক্ষীর মতো সেই ছবি স্বরা সমাজমাধ্যমে ভাগ করে নিতে টনক নড়েছে নেটাগরিকদের। রে রে করে উঠেছেন তাঁরা।

Advertisement

সমাজমাধ্যমেই প্রশ্ন তুলেছেন, ভিন্‌ধর্মী বলেই কি দোলযাত্রায় অংশ নিলেন না স্বরার স্বামী?

এ বছর রমজান মাসেই পড়েছে দোল। বলিউডের ইসলাম ধর্মাবলম্বীদের অনেকেই রোজা রাখছেন। সোনাক্ষীর স্বামী জ়াহির সম্ভবত রোজা রেখেছেন। তাঁকে দোলে অংশ নিতে দেখা যায়নি। খবর, একই কারণ ফাহাদেরও। তিনিও রোজা রেখেছিলেন। তাই স্বরা এবং তাঁদের শিশুকন্যার গালে রঙের ছাপ স্পষ্ট। কেবল রং নেই অভিনেত্রীর স্বামীর গালে। বিষয়টি নজরে আসতেই এক মুহূর্ত দেরি করেননি নেটাগরিকেরা। সমাজমাধ্যমে স্বরার ভাগ করে নেওয়া ছবির নীচেই লিখেছেন, “আপনার স্বামী কেন রং খেলেননি?” কারও প্রশ্ন, “ভিন্‌ধর্মী বলেই কি তিনি দোলে অংশ নেননি?”

Advertisement

এই কটাক্ষ নজরে এসেছে স্বরারও। তিনিও চুপ থাকার পাত্রী নন। নম্র অথচ স্পষ্ট ভাষায় সমাজমাধ্যমেই পাল্টা জবাব দিয়েছেন। স্বামীকে সমর্থন জানিয়ে লিখেছেন, “কাউকে জোর না করে, উৎসবে যোগদানে বাধ্য না করে আনন্দ উদ্‌যাপন করাই আমাদের রীতি, আমাদের ঐতিহ্য। সেটাই করেছি।” প্রসঙ্গত, কারণে-অকারণে সমাজমাধ্যমে প্রায়ই কটাক্ষের শিকার হন স্বরা। তবে, কোনও দিন তিনি মুখ বুজে সেই সমস্ত কটাক্ষ মেনে নেননি।

এ দিন সোনাক্ষীও অবশ্য স্বরার মতোই মুখর। তিনিও জ়াহিরের দোল না খেলা নিয়ে কটাক্ষের কড়া জবাব দেন। সমাজমাধ্যমে লেখেন, ‘‘সকলে ভাল থাকুন। আনন্দ করে দোল খেলুন। জ়াহির আমার সঙ্গে নেই। কারণ, আমি ‘জটাধরা’র শুটিংয়ে অন্যত্র ব্যস্ত। ও মুম্বইয়ে রয়েছে। আপনারা বরং শান্ত হোন, নিজেদের মাথায় ঠান্ডা জল ঢালুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement