Swara Bhasker on Aishwarya Rai Bachchan

হাতে নেই কাজ, ওজন নিয়ে কটাক্ষ! নিজের সঙ্গে ঐশ্বর্যার তুলনা টানলেন স্বরা ভাস্কর

স্বরার দাবি, মহিলাদেরই এই ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়। মহিলাদের ওজন বাড়ুক বা কমে যাক— যে কোনও পরিস্থিতিতে তাঁদের নিয়ে সমালোচনা হয়েই থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৩
Share:

ঐশ্বর্যার সঙ্গে নিজের তুলনা টানলেন স্বরা। ছবি: সংগৃহীত।

যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখতে পছন্দ করেন স্বরা ভাস্কর। তার জন্য অভিনেত্রীর দিকে ধেয়ে আসে কটাক্ষ। এই স্পষ্ট মতামতের জন্য বলিউডে আর কাজ পান না বলেও কিছু দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। শুধু মতামত নয়, চেহারার জন্য অনবরত ‘ট্রোলিং’ বা কটাক্ষের শিকার হন তিনি। বিয়ের পরে কেন ওজন বেড়ে গেল, তা নিয়েও নিন্দকদের নিশানায় পড়েছেন তিনি। সেই প্রসঙ্গেই এ বার নিজের সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চনের তুলনা টানলেন অভিনেত্রী।

Advertisement

২০২৩-এর সেপ্টেম্বর স্বরার কোলে আসে প্রথম সন্তান— রাবিয়া। সন্তানধারণের পরে স্বাভাবিক ভাবেই ওজন বৃদ্ধি হয়েছে অভিনেত্রীর। তার পর থেকেই তাঁর ছবি ও চেহারার গড়ন নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় কটাক্ষ। স্বরার দাবি, মহিলাদেরই এই ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়। মহিলাদের ওজন বৃদ্ধি হোক বা কমে যাক, যে কোনও পরিস্থিতিতেই তাঁকে নিয়ে সমালোচনা হয়েই থাকে। এমনকি এই ধরনের সমালোচনা থেকে বাদ যাননি ঐশ্বর্যা রাইও। তাঁকেও চেহারার জন্য ট্রোলড হতে হয়েছে, দাবি অভিনেত্রীর।

স্বরা এক সাক্ষাৎকারে বলেছেন, “রুপোলি দুনিয়ার মহিলাদের কখনও ছেড়ে কথা বলা হয় না। কোনও না কোনও ভাবে তাঁদের উপর আতশকাচ থাকেই। মহিলারা জীবনে কী করছেন, কী ভাবে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন— সব নিয়েই কাটাছেঁড়া হয়ে থাকে।” নিজের ট্রোলিং প্রসঙ্গে স্বরা টেনে এনেছেন ঐশ্বর্যার কথা। তিনি বলেন, “মনে আছে এক সাক্ষাৎকারে ঐশ্বর্যাকে প্রশ্ন করা হয়েছিল, কবে তিনি ফের ওজন কমিয়ে নির্দিষ্ট আকারে ফিরছেন? খুব মার্জিত ভাবে উত্তরটা দিয়েছিলেন তিনি। ওঁর জায়গায় অন্য কেউ থাকলে তৎক্ষণাৎ রেগে গিয়ে কিছু একটা বলে দিতেন। কিন্তু ঐশ্বর্যা খুব ভদ্র ভাবে উত্তর দিয়েছিলেন, ‘সন্তান আসার পরে এটাই আমার জীবন। এই ভাবেই আমি বাঁচছি। এর মধ্যে কোনও ভণিতা নেই।’ এই কথাটা আমার খুব ভাল লেগেছিল। দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলাকেও ছেড়ে কথা বলা হয় না। আমি আর কে এমন?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement