Entertainment News

সমাজের সেন্সরশিপ নিয়ে মতামত দিতে স্তনের ছবি শেয়ার করলেন স্বস্তিকা

অনস্ক্রিনে চরিত্রের প্রয়োজনে সাহসী হতে যেমন তাঁর অসুবিধা নেই, তেমনই অফস্ক্রিনেও কোনও কিছুর তোয়াক্কা না করে মুখের ওপর কথা বলেন তিনি। এ বার সমাজের সেন্সরশিপ নিয়ে মতামত জানালেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১৬:৩৪
Share:

স্বস্তিকা মুখোপাধ্যায়।ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অনস্ক্রিনে চরিত্রের প্রয়োজনে সাহসী হতে যেমন তাঁর অসুবিধা নেই, তেমনই অফস্ক্রিনেও কোনও কিছুর তোয়াক্কা না করে মুখের ওপর কথা বলেন তিনি। এ বার সমাজের সেন্সরশিপ নিয়ে মতামত জানালেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সম্প্রতি বার্লিনের ফোটোগ্রাফার মরিস স্পেয়ারলিচের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্বস্তিকা। কনসেপ্ট ফোটোগ্রাফিতে দেখা যাচ্ছে স্তনের ছবি। আর তার ওপরেই রঙের প্রলেপ দিচ্ছেন দুই শিল্পী।

এই ছবিটি শেয়ার করে মরিস লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া মহিলাদের স্তনের ছবি দেওয়ার অনুমতি দেয় না। কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার দোষ নয়। দোষ সমাজের। এই দুই শিল্পীর নাম আপনি দিতে পারেন চ্যাড এবং অ্যালন। কিন্তু ওরা তার থেকেও কিছু বেশি। আসলে ওরা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা মানুষটা। ওরা আমাদের সমাজেরই প্রতিনিধি। সেই সমাজ যেখানে মহিলাদের শরীর নিয়ে সেন্সরশিপ রয়েছে। সোশ্যাল মিডিয়ার নিয়ম বদলাতে গেলে আগে নিজেদের বদলাতে হবে।’

Advertisement

আরও পড়ুন, ‘ঋদ্ধির জাতীয় পুরস্কার যে আমি দেখে গেলাম, এটাই বড় প্রাপ্তি’, বললেন চিত্রা সেন

এই ছবিটি রিপোস্ট করেছেন স্বস্তিকা। অর্থাত্ মরিসের বক্তব্যের সঙ্গে তিনি যে একমত তা বুঝিয়ে দিয়েছেন স্পষ্ট করে। কোনও মন্তব্য না করেও সমাজের সেন্সরশিপ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী। _ ・・・ ’ ’ ’ ’ ’ &

_ ・・・ ’ ’ ’ ’ ’ &

এই ছবিটি রিপোস্ট করেছেন স্বস্তিকা। অর্থাত্ মরিসের বক্তব্যের সঙ্গে তিনি যে একমত তা বুঝিয়ে দিয়েছেন স্পষ্ট করে। কোনও মন্তব্য না করেও সমাজের সেন্সরশিপ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী। _ ・・・ ’ ’ ’ ’ ’ &

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement