Entertainment News

বছরের ‘সেরা পরামর্শ’ দিলেন স্বস্তিকা…

স্বস্তিকার মতে ২০১৮-র সেরা পরামর্শ কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৫:১৭
Share:

২০১৮-র দুর্গাপুজোয় স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বছর শেষের দিন। হিসেবের খাতা নিয়ে হয়তো বসতে চান না তিনি। কিন্তু নতুন বছর শুরুর আগে ঝালিয়ে নিতে চান পুরনো বছরের সেরা পরামর্শ। তিনি অর্থাত্ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

Advertisement

স্বস্তিকার মতে ২০১৮-র সেরা পরামর্শ কী? ‘প্রতারক মনে করে সকলেই প্রতারণা করছে। মিথ্যেবাদী মনে করে সকলেই মিথ্যে কথা বলছে। এটা মনে রাখতে হবে।’ এমনই এক বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর মতে, ২০১৮-র সেরা পরামর্শ এটাই।

২০১৮ ভালই কেটেছে স্বস্তিকার। তবে কেরিয়ারের দিক থেকে তাঁর সেরা পাওনা মরাঠি ছবি ‘আরন’। মরাঠি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলেন অভিনেত্রী। আর ডেবিউতেই দর্শকদের একটা বড় অংশের প্রশংসা আদায় করে নিয়েছেন। ২০১৯-এর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’। সে ছবির ট্রেলারেই স্বস্তিকাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে। এই ফিল্ম তাঁর কেরিয়ারে অভিনয়ের নিরিখে আরও একটি মাইলস্টোন হতে চলেছে বলেই মনে করছেন অনুরাগীরা।

Advertisement

আরও পড়ুন, একটা ফাঁকা ছেলে খুঁজে দিন, আই উইল লভ টু ডেট, বলছেন স্বস্তিকা

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement