U19 Asia Cup 2025

দাদাদের পথে ভাইরাও! সেই এশিয়া কাপ, সেই বিতর্ক, ছোটদের ভারত-পাকিস্তান ম‍্যাচেও হল না করমর্দন

ছোটদের এশিয়া কাপেও ভারত-পাকিস্তান দূরত্ব বজায় রইল। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে টসের সময় করমর্দন করলেন না ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:১১
Share:

আয়ুষ মাত্রে। —ফাইল চিত্র।

সূর্যকুমার যাদবদের পথেই হাঁটলেন আয়ুষ মাত্রেরা। ছোটদের এশিয়া কাপেও ভারত-পাকিস্তান দূরত্ব বজায় রইল। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে টসের সময় করমর্দন করলেন না ভারতের অধিনায়ক আয়ুষ। জিইয়ে থাকল ভারত-পাক ক্রিকেটীয় দ্বন্দ্ব এবং বিতর্ক।

Advertisement

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে বৈভব সূর্যবংশীরা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক ইউসুফ। দুবাইয়ে বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ের ৪৫ মিনিট পর শুরু হয় খেলা। দু’দলই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। ভারত ২৩৪ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে। পাকিস্তান ২৯৭ রানে হারিয়েছে মালয়েশিয়াকে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রভাব পড়েছিল সূর্যকুমার এবং সলমন আলি আঘাদের মধ্যে। দু’দলের ক্রিকেটারেরা পরস্পরের সঙ্গে কথা বলেননি। করমর্দনও করেননি। দু’দলের একাধিক ক্রিকেটারের আচরণ নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। তাঁদের শাস্তিও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট স‌ংস্থা (আইসিসি)। পরিস্থিতি বেশি জটিল হয়েছিল ফাইনালে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করেন সূর্যকুমার। মঞ্চে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রফি নিয়ে চলে যান নকভি। তার পর থেকে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। এখনও হাতে ট্রফি পাননি সূর্যকুমারেরা।

Advertisement

এশিয়া কাপের প্রভাব পড়েছিল মহিলাদের এক দিনের বিশ্বকাপেও। হরমনপ্রীত কৌর টসের সময় করমর্দন করেননি পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে। ভারতের অন্য মহিলা ক্রিকেটারেরাও পাক খেলোয়াড়দের এড়িয়ে গিয়েছিলেন। একই ঘটনা ঘটল ছোটদের এশিয়া কাপেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement