Entertainment News

‘রাতের পর রাত শুটিং চলছে, তাই আমি এখন...’

রাত জেগে শুটিং করা অভিনেত্রীর জীবনে নতুন কোনও ঘটনা নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ১৫:৪৫
Share:

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

হেডিং পরে চমকে গেলেন? কিন্তু ঠিক এ কথাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

Advertisement

স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন অফিশিয়ালি রাতের পাখি। প্রচুর রাতের শুটিং চলছে। আরও রাতের শুটিং আসছে। আমি কিন্তু পেঁচাদের ভালবাসি। অভিযোগ করছে কে?’

রাত জেগে শুটিং করা অভিনেত্রীর জীবনে নতুন কোনও ঘটনা নয়। বাইরে থেকে দেখে হয়তো অনেক সময় মনে হয়, এ কাজটা খুব সহজ। আদৌ যে তা নয়, সে কথা বারবারই শেয়ার করেন তারকারা। স্বস্তিকাও ব্যতিক্রম নন। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘শাহজাহান রিজেন্সি’র শুটিং নিয়ে দিন কয়েক আগেও ব্যস্ত ছিলেন তিনি। এই ছবিতে স্বস্তিকা-সৃজিত জুটি নিয়ে আগ্রহ রয়েছে দর্শক মহলে। তবে কোন ছবির জন্য রাতের শুটিং তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন জন্মদিনে কী করছেন দিতিপ্রিয়া?

আরও পড়ুন জন্মদিনে কী করছেন দিতিপ্রিয়া? 🦉 ?!

আরও পড়ুন জন্মদিনে কী করছেন দিতিপ্রিয়া?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement