Taapsee Pannu

এত নিষ্ঠুর! উন্নাসিক? রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে প্রতিক্রিয়া জানালেন না তাপসী পান্নু

পাপারাৎজি এমন ভাবে ছেঁকে ধরেছিল যে পালানোর পথ খুঁজছিলেন তাপসী। কোনও ক্রমে হাত দেখিয়ে বেরিয়ে এলেন। রাজুর মৃত্যুতে প্রতিক্রিয়া জানালেন না।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৫:২২
Share:

পাপারাৎজির উপদ্রব যে খুব একটা পছন্দ করেন না, তা আগেও বুঝিয়ে দিয়েছেন তাপসী।

গাড়ি থেকে নামতেই শত শত ফ্ল্যাশলাইট। উপচে পড়ছে ভিড়। বুধবার বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের মৃত্যুর পর পাপারাৎজি ছেঁকে ধরেছিল তাপসী পান্নু্কে। এগিয়ে চলার পথ পাচ্ছিলেন না তিনি। ভিড় সামলাতে পড়ে যাওয়ার জোগাড়। হাত দেখিয়ে কিছুটা সময় চেয়ে নিলেন ‘সাবাশ মিথু’-র নায়িকা। কিছু বা বিরক্তও হয়ে থাকবেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্তের ভিডিয়ো দেখে নেটদুনিয়ায় মন্তব্যের ঝড়। ‘বেচারি তাপসী’, তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন কেউ কেউ। আবার কেউ লিখলেন, ‘তিনি বেশ মেজাজি। কঙ্গনার দ্বিতীয় সংস্করণ।’

Advertisement

বুধবার রাজু শ্রীবাস্তবের মৃত্যুর পর পাপারাৎজি ছেঁকে ধরেছিল তাপসী পান্নু্কে।

দেড় মাসের লড়াইয়ে ইতি, বুধবার দিল্লির হাসপাতালে প্রয়াত হয়েছেন অভিনেতা রাজু। গত ১০ অগস্ট হৃদ্‌রোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় শিল্পীর। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজুকে। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তিনি। জ্ঞান ফিরেছিল তাঁর। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে।

গত ২০ দিন লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন কৌতুকাভিনেতা। বুধবার সকালে আর তাঁকে ধরে রাখা যায়নি। রাজুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিপাড়ায়। সেই পরিস্থতিতে তাপসীর প্রতিক্রিয়া জানতেও ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা। তাপসী ভিড়ের মধ্যে হাত দেখিয়ে কোনও ক্রমে এগিয়ে চলেন। এক বার বলেন, “আমি কী বলব?” পথ ছেড়ে দেওয়া হলে অবশ্য ধন্যবাদ জানান।

Advertisement

তবে পাপারাৎজির উপদ্রব যে খুব একটা পছন্দ করেন না, তা আগেও বুঝিয়ে দিয়েছেন তাপসী। এক সাংবাদিক ভিড়ের মধ্যে গলা তুলে বলতে এসেছিলেন, ‘‘দোবারা সমালোচকদের কাছে নেতিবাচক মন্তব্য পেয়েছে। এ নিয়ে কী বলবেন?” এর জবাবে তাপসী বলেন “আপনারা নিজেই চিৎকার করবেন। তার পর বলবেন অভিনেতাদের আচরণ খারাপ!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন