Entertainment News

স্পটবয়কে সিঙ্গাপুরের টিকিট উপহার দিলেন ‘পিঙ্ক’ অভিনেত্রী

‘পিঙ্ক’-এর পর থেকেই তাপসী পান্নুর অভিনয় সত্ত্বা নিয়ে চারিদিকে চর্চা। সামনে একের পর এক ছবি নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। অমিত সাধের সঙ্গে চুটিয়ে রোমান্স করেছেন তাপসী ‘রানিং শাদি’-তে। তাঁর ‘নাম শাবানা’ র ট্রেলর নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৯
Share:

‘পিঙ্ক’-এর পর থেকেই তাপসী পান্নুর অভিনয় সত্ত্বা নিয়ে চারিদিকে চর্চা। সামনে একের পর এক ছবি নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। অমিত সাধের সঙ্গে চুটিয়ে রোমান্স করেছেন তাপসী ‘রানিং শাদি’-তে। তাঁর ‘নাম শাবানা’ র ট্রেলর নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। তবে সদ্য বলিউডে পা রাখা এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে চর্চা শুরু হয়নি। তবে শোনা যাচ্ছে তাপসী নাকি দিলদার। শুটিংয় ফ্লোরে যা করলেন তা তো সে কথাই বলছে।

Advertisement

আরও পড়ুন, অনুষ্কার সঙ্গে কথা বলবেন? এই নিন নায়িকার হোয়াট্‌সঅ্যাপ নম্বর

আসলে শুটিং ফ্লোরে যারা দিন রাত এক করে খাটাখাটনি করে, তাঁদের একজনের উদ্যেশ্যে উপহার দিলেন। কেমন সে উপহার? ভ্রমণের উপহার। যে সে ভ্রমণ নয়, এক্কেবারে সিঙ্গাপুর। হ্যাঁ, এক স্পটবয়ের হাতে সিঙ্গাপুর ঘুরে আসবার জন্য ফ্লাইট টু হোটেল সবের টিকিট ধরালেন এই অভিনেত্রী। সে স্পটবয় তা দেখেই রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন। একে তো বিদেশ ভ্রমণ। তার উপর যিনি টিকিটটি ধরালেন, তিনি আবার তারকা।

Advertisement

আরও পড়ুন, ‘ফিয়ারলেস নাদিয়া’ নন, তিনি মিস জুলিয়া, দাবি কঙ্গনার

‘‘আমার মনে হয় যারা আমাদেরকে ভাল রাখার জন্য শুটিং ফ্লোরে সারাদিন পরিশ্রম করে, তাঁদেরকে ভাল রাখাটাও কোথাও না কোথাও আমাদের কর্তব্য। আমার স্ট্রাগলের সময় থেকে আজ প্রায় ছ’বছর আমি ছেলেটাকে চিনি। তাকে ভাল তো আমাকে রাখতেই হবে’’ বললেন পান্নু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement