Taapsee Pannu

তাপসীর প্রস্তুতি

আপাতত তিনি ব্যস্ত ‘রশ্মি রকেট’ ছবির শুটিংয়ে। এর পর ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’র কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ০৫:৫৩
Share:

তাপসী

সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের ওয়র্কআউটের ছবি দিচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। আপাতত তিনি ব্যস্ত ‘রশ্মি রকেট’ ছবির শুটিংয়ে। এর পর ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’র কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘‘যেহেতু আমি কড়া ট্রেনিংয়ের মধ্যে রয়েছি, তাই ‘রশ্মি রকেট’-এর পরে ‘শাবাস মিঠু’র শুটিং করলে সুবিধে হবে।’’ লকডাউনের বিরতি কাটিয়ে ‘হাসিন দিলরুবা’ দিয়ে সেটে ফিরেছিলেন অভিনেত্রী। তার পর প্রায় রোজই শুটিং করে চলেছেন তিনি। তাপসীর এখন হাতভর্তি কাজ থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের লড়াইয়ের কথা বলেছেন। কারও নাম না করে অভিনেত্রী জানিয়েছেন, কী ভাবে এক নামী নায়কের স্ত্রী তাঁকে ছবি থেকে বাদ দিয়েছিলেন। কী ভাবে এক ছবি থেকে তাঁর গুরুত্বপূর্ণ দৃশ্য কাটা গিয়েছে। এক প্রযোজক তাঁকে বলেছিলেন, কম পারিশ্রমিকে রাজি না হলে ছবি থেকে বাদ দিয়ে দেবেন।

Advertisement

এখন অবশ্য সে পরিস্থিতি আর নেই। ‘পিঙ্ক’, ‘বদলা’, ‘থাপ্পড়’ প্রভৃতি ছবির সাফল্যের পরে এখন তাপসীকে নায়িকা করেই তৈরি হচ্ছে ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement