রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ এ বার হিন্দিতে

১৯৮৫ সালে মুক্তি পায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী ‘ঘরে বাইরে’ অবলম্বনে সত্যজিত্ রায়ের অসাধারণ সেই ছবি। ছবিতে সত্যজিতের নিখুঁত পরিচালনা, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়— সব মিলিয়ে একটি দুর্দান্ত ক্লাসিক ছবির মাত্রা পায় ‘ঘরে বাইরে’। আবার বড় পর্দায় ফিরছে রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’। তবে বাংলায় নয়, হিন্দিতে৷

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ১১:০৩
Share:

‘অর্ধাঙ্গিনী- এক অর্ধসত্য’র ফেসবুক পেজের সৌজন্যে।

১৯৮৫ সালে মুক্তি পায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী ‘ঘরে বাইরে’ অবলম্বনে সত্যজিত্ রায়ের অসাধারণ সেই ছবি। ছবিতে সত্যজিতের নিখুঁত পরিচালনা, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়— সব মিলিয়ে একটি দুর্দান্ত ক্লাসিক ছবির মাত্রা পায় ‘ঘরে বাইরে’।

Advertisement

আবার বড় পর্দায় ফিরছে রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’। তবে বাংলায় নয়, হিন্দিতে৷ ছবির নাম ‘অর্ধাঙ্গিনী- এক অর্ধসত্য’৷ পরিচালনায় রীমা মুখোপাধ্যায়৷ ছবিতে বিমলার চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র আর সন্দীপের চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত। তবে বিমলা, সন্দীপ, নিখিলেশের চরিত্রে মুখ বদলে গেলেও মাস্টারমশাইয়ের চরিত্রে রয়েছেন সেই মনোজ মিত্র, যিনি সত্যজিত্ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ছবিতে রয়েছেন রীমা লাগুর মতো অভিনেত্রী। ১ জুলাই মুক্তি পাওয়ার কথা ছবিটির।

আরও পড়ুন, ‘অনেক পুরুষের সেক্সুয়াল ফ্যান্টাসি এখনও আমিই’

Advertisement

ছবিটির সঙ্গে যেহেতু বাঙালীর স্মৃতি এবং আবেগ জড়িয়ে রয়েছে, তাই ‘ঘরে বাইরে’ হিন্দিতে তৈরি করাটা ছবির পরিচালকের কাছে একটা বড় চ্যালেঞ্জ। পয়লা জুলাই আম বাঙালী ছবিটিকে কতটা আপন করে নেবে এ বার তাঁর জন্যই দিন গুনছন রীমা মুখোপাধ্যায়-সহ ‘অর্ধাঙ্গিনী- এক অর্ধসত্য’র গোটা ইউনিট।

এ বার দেখে নেওয়া যাক ছবিটির কয়েক ঝলক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন