Tahira Kashyap

দ্বিতীয় বার ক্যানসার আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী তাহিরা, সূর্যমুখী হাতে জানালেন কেমন আছেন

৭ বছর পর ফিরে এসেছে ক্যানসার। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে তাহিরার। কেমন আছেন আয়ুষ্মান-পত্নী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১২:০০
Share:

দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত, কেমন আছেন তাহিরা? ছবি: সংগৃহীত।

২০১৮ সালে প্রথম বার স্তন ক্যানসারে আক্রান্ত হন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলেন তিনি। তবে পুরোপুরি রোগমুক্তি যে ঘটেনি, বোঝা গেল ৭ বছর পর। ফিরে এল মারণরোগ।

Advertisement

দ্বিতীয় বারও স্ত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিনেতা। সমাজমাধ্যমে আয়ুষ্মান খুরানার স্ত্রী লিখেছিলেন, “আবার সে ফিরে এসেছে।” তাতেই অভিনেতা লিখেছেন, ‘‘দ্বিতীয় বারও তোমার পাশে আছি।’’ ইতিমধ্যেই শুরু হয়েছে চিকিৎসা। কিন্তু কেমন আছেন, দিন দুয়েকের মাথায় তাহিরা নিজেই জানালেন স্বাস্থ্যের গতিবিধি।

এই মুহূর্তে হিনা খানও স্তন ক্যানসারে আক্রান্ত। যদিও মনোবল হারাননি তিনি। মন শক্ত করে লড়ে যাচ্ছেন। মনের জোর হারাতে নারাজ তাহিরাও। হাতে সূর্যমুখী ফুল নিয়ে ছবি দেন তিনি। লেখেন, ‘‘আমি সেরে উঠছি।’’ এমনিতেই তাহিরার দ্বিতীয় বার এই অসুস্থতার খবর শুনে তাঁর আরোগ্য কামনা করেছেন বলিউডের একটা বড় অংশ। শুধু বলিউড নয় বহু অনুরাগী তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়ুষ্মান-ঘরনি।

Advertisement

তাহিরা লেখেন, ‘‘আপনাদের সকলের ভালবাসা এবং প্রার্থনায় আনন্দিত! এগুলোই জাদুর মতো কাজ করছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ!’’ তিনি আরও বলেন, “আমি কিছু মানুষকে জানি যাঁরা প্রার্থনা করছেন, আবার অনেককে আমি চিনি না, তবুও আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। একই ভাবে আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে চেনেন এবং অন্যেরা হয়তো না-ও চিনতে পারেন, সকলকে ধন্যবাদ। যখন এমন একটি সংযোগ তৈরি হয় যা রক্তের সম্পর্কের বাইরে, সেটাই হয় মানবতার সম্পর্কের সর্বোচ্চ রূপ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement