Entertainment News

বিশেষ এক জনের সঙ্গে দেখা হল তৈমুরের!

শনিবার মুম্বইতে সোহা আলি খানের বেবি শাওয়ারের আয়োজন হয়েছিল। কঙ্কনা সেনশর্মা, নেহা ধুপিয়ার মতো সোহার ঘনিষ্ঠ বন্ধুরা হাজির ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৮:৫৩
Share:

সদ্য বাবা-মায়ের সঙ্গে বিদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরেছে ছোট্ট তৈমুর আলি খান। জন্মের পর থেকেই লাইমলাইটে থাকে ছোটে নবাব। এ বার তার সঙ্গে দেখা হল এক বিশেষ মানুষের। তিনি হলেন সোহা আলি খান।

Advertisement

আরও পড়ুন, স্নানের ভিডিও শেয়ার করলেন এই মডেল!

শনিবার মুম্বইতে সোহা আলি খানের বেবি শাওয়ারের আয়োজন হয়েছিল। কঙ্কনা সেনশর্মা, নেহা ধুপিয়ার মতো সোহার ঘনিষ্ঠ বন্ধুরা হাজির ছিলেন। সেখানেই মা করিনার সঙ্গে ছিল তৈমুরও। তৈমুরের পাশে বসে ছবি তোলেন সোহা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোহা লেখেন, ‘আমার আজকের দিনের সেরা ছবি।’

Advertisement

আরও পড়ুন, সোহার বেবি শাওয়ারে হাজির গ্ল্যামারাস বলিউড

ইতিমধ্যেই নাকি করিনার থেকে বেশ কিছু টিপস নিয়েছেন সোহা। তাঁদের সম্পর্কে এক সময় শীতলতা থাকলেও এখন তা মিটিয়ে নিয়েছেন দু’পক্ষই। দিন কয়েক আগে সইফের জন্মদিনেও একসঙ্গে ছবি শেয়ার করেন সোহাকরিনা। সব মিলিয়ে আরও এক নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে খান পরিবার। 😍

😍

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement