সময়টা এখন ভালই যাচ্ছে রণবীর কপূরের। সৌজন্যে ‘সঞ্জু’ ছবির সাফল্য। তবে আজ কথা হবে রণবীর কপূরের ফ্ল্যাট নিয়ে। পুণের ট্রাম্প টাওয়ারে রণবীর কপূরের সেই ফ্ল্যাট নিয়েই চারিদিকে হইচই। রণবীরের সেই ফ্ল্যাটেরই কিছু ছবি একনজরে দেখে নেওয়া যাক।
২০১৫ সালে পুণের ট্রাম্প টাওয়ারে এই ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর কপূর। সে সময়ে ১৩ কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর।
দীর্ঘদিন পরিবারের সঙ্গে কৃষ্ণা রাজ কপূরের বাড়িতেই থাকতেন রণবীর। ২০১৪ সালে মুম্বইতে বান্দ্রার কার্টার রোডে সিলভার স্যান্ডস কমপ্লেক্সে একটি ফ্ল্যাট ভাড়া নেন রণবীর। শোনা যায়, এই ফ্ল্যাটেই রণবীরের তৎকালীন প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে লিভ ইনও করতেন রণবীর।
পুণের কল্যাণীনগরে অবস্থিত এই ট্রাম্প টাওয়ার। রণবীর কপূর এবং ঋষি কপূর দু’জনেরই ফ্ল্যাট রয়েছে এই কমপ্লেক্সে।
মোট ২৫ টি ফ্লোর রয়েছে এই ট্রাম্প টাওয়ারে। আর রয়েছে ৪৪ টি অ্যাপার্টমেন্ট।
ট্রাম্প টাওয়ারে প্রত্যেকটি ফ্ল্যাটের ইন্টিরিয়ার ডিজাইন করেছেন ইতালিয়ান আর্কিটেক্ট ম্যাট্টেও নুনজাইতি। রণবীরের ফ্ল্যাটের ইন্টিরিয়রও করেছেন ওই নুনজাইতিই।
প্রায় ৬১০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে বিস্তৃত রণবীরের ফ্ল্যাট।
তবে এই ট্রাম্প টাওয়ারের মালিক ডোনাল্ড ট্রাম্প ভাবলে ভুল হবে। পঞ্চশীল রিয়্যালিটি অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের হাতেই তৈরি হয়েছে এই বিরাট কমপ্লেক্স।
যদিও এই ফ্ল্যাটে খুবই কম থাকেন রণবীর। মুম্বইয়ের পালি হিলসে নিজের আর একটি ফ্ল্যাট ‘ব্যাচেলর প্যাড’-এ খখনও সখনও থাকেন রণবীর। সাধারণত উইকেন্ডে বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতেই এই ফ্ল্যাটে আসেন অভিনেতা।