Tamannaah Bhatia

‘আরও ভাল হওয়ার চেষ্টা করছি’, বিজয়ের সঙ্গে প্রেম ভাঙতেই কিসের খোঁজে নেমেছেন তমন্না?

বিজয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি তমন্না। কেউ কাউকে দোষারোপও করেননি তাঁরা। কেবল নীরবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এ বার তমন্না খুঁজছেন নতুন কিছু!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮
Share:

কী খুঁজছেন তমন্না? ছবি: সংগৃহীত।

বিচ্ছেদের দিনকয়েক আগেও বিজয় বর্মা ও তমন্না ভাটিয়া পরস্পরকে চোখে হারাতেন! আঙুলে আঙুল জড়িয়ে উপস্থিত হতেন সব অনুষ্ঠানে। তা হলে এমন কী হল যুগলের মধ্যে, যে তাঁরা এখন হাতে হাত রাখা দূরে থাক, একে অন্যের মুখ পর্যন্ত দেখতে নারাজ? বিজয় বা তমন্না— কেউই বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এ বার তমন্না খুঁজছেন নতুন কিছু!

Advertisement

তমন্না ও বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল দু’জনের মধ্যে। তমন্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় নাকি রাজি ছিলেন না। বিচ্ছেদের পরে বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তমন্নাকে। তবে ভালবাসার উপর আস্থা হারাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্না জানান, তিনি কারও জীবনের দারুণ সঙ্গিনী হতে চান। অভিনেত্রী বলেন, ‘‘আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি। আমাকে যাতে উল্টো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কত পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি আরও ভাল হওয়ার চেষ্টা করছি।’’

তমন্না তা হলে কি পরোক্ষে তাঁর ও বিজয়ের প্রেম ভাঙায় ‘সিলমোহর’ দিলেন! পাশাপাশি, তিনি যে নতুন করে প্রেম খুঁজছেন, সে ইঙ্গিতও কি দিয়ে রাখলেন? জবাব ভবিষ্যতেই মিলবে, মনে করছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement