Death

সম্পর্কে ফেরার আর্জি জানানোয় প্রাক্তন প্রেমিককে পিটিয়ে মারলেন অভিনেত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে মাদুরাইয়ের বাসিন্দা রবি কাজের জন্য চেন্নাই আসে। সেখানেই তামিল সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করা এস দেবীর সঙ্গে আলাপ হয় তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৫:০১
Share:

প্রতীকী ছবি।

পুরনো সম্পর্ক জোড়া লাগানোর আর্জি নিয়ে প্রাক্তন প্রেমিকার কাছে গিয়েছিলেন তামিল ফিল্ম টেকনিশিয়ান, বছর আটত্রিশের এম রবি। আর তাতেই ঘটে গেল অঘটন। পুরনো প্রেমিককে দেখে কাঠ আর হাতুড়ি দিয়ে পিটিয়ে মারলেন বছর বিয়াল্লিশেরতামিল অভিনেত্রী এস দেবী। শুধু তাই নয়, প্রাক্তনকে মেরে ফেলার পর থানায় গিয়ে আত্মসমর্পণও করেছেন ওই অভিনেত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কোলাতুরে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে মাদুরাইয়ের বাসিন্দা রবি কাজের জন্য চেন্নাই আসে। সেখানেই তামিল সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করা এস দেবীর সঙ্গে আলাপ হয় তাঁর। আলাপ ক্রমশ গড়ায় পরিণয়ে। যদিও এই সম্পর্ক বিয়েতে পরিণতি পায়নি। কয়েক বছর পরেএস দেবীরও বিয়ে হয়ে যায় চেন্নাইয়ের বাসিন্দা এক ব্যবসায়ী শঙ্করের সঙ্গে।

বছর দু’য়েক আগে শঙ্কর, স্ত্রীর পুরনো সম্পর্কের ব্যাপারে জানতে পারেন। তিনি দেবীকে সাবধান করেন কোনওভাবেই যেন পুরনো প্রেমিকের সঙ্গে তিনি যোগাযোগ না করেন। এমন হলে ফল ভাল হবে না বলেও হুমকি দেন শঙ্কর।

Advertisement

আরও পড়ুন-আগেও করেছেন, আবারও কাজলের সঙ্গে একই ভাবে ‘বিশ্বাসঘাতকতা’ সইফের!

আরও পড়ুন-মধ্যরাতে ‘বিশেষ বন্ধু’র সঙ্গে জন্মদিন পালন প্রিয়ঙ্কার

সোমবার হঠাৎই পুরনো প্রেমিকার খোঁজে দেবীর কোলাতুরের বাড়িতে এসে হাজির হন রবি। পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন অভিনেত্রীকে। তখনই রবির উপর চড়াও হন দেবী। হাতের কাছে হাতুরি, কাঠ যা ছিল তাই দিয়েই ক্রমাগত মারতে থাকেন তাঁকে। অত্যধিক রক্তপাতের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

রবি মারা গেলে নিকটবর্তী রাজামঙ্গলম থানায় নিজের অপরাধের কথা জানান দেবী। রাজামঙ্গলম থানার পুলিশ তৎক্ষণাৎ গ্রেফতার করে দেবীকে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, রবির খুনের ঘটনায় দেবী ছাড়া তাঁর স্বামী শঙ্কর, বোন লক্ষ্মী এবং বোনের বর সাওয়ারিয়ারও জড়িত থাকতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন