Tanjin Tisha

২৮,৮০০ টাকার শাড়ি কিনে দাম দেননি! মামলা অভিনেত্রীর বিরুদ্ধে, পাল্টা কী বললেন তানজিন তিশা?

তানজিন তিশার বিরুদ্ধে মিথ্যাচার ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা। অভিযোগ অস্বীকার করে কী জানালেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৮:০৮
Share:

তানজিন তিশা। ছবি: সংগৃহীত।

অভিনেতা-অভিনেত্রীরা দামি পোশাক পরেন। সেটাই যেন দস্তুর। এ ছাড়াও বিভিন্ন নামী ব্র্যান্ডের পোশাকের প্রচার করে থাকেন তাঁরা। এমনই এক শাড়ি সংস্থা তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় মামলা রুজু করা হয়। অভিযোগ, অভিনেত্রী নাকি ওই সংস্থার ২৮ হাজার ৮০০ টাকার শাড়ির দাম মেটাননি।

Advertisement

গত ২২ অক্টোবর তানজিনকে আইনি নোটিস পাঠায় ওই অভিযোগকারী সংস্থা। তাদের দাবি, এক সপ্তাহের মধ্যে অভিনেত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে, সমাজমাধ্যমে মিথ্যাচারের জন্য তিশাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে ওই সংস্থা। আইনি নোটিস পাওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনও জবাব দেননি তিশা। তার পরই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করার পদক্ষেপ করে ওই সংস্থা। এই প্রসঙ্গে যদিও তিশা সমাজমাধ্যমে পোস্ট করে জানান, শাড়িটি তাঁকে উপহার দেওয়া হয়েছিল। ৪২০/৪০৬ ধারায় যে মামলা করা হয়েছে, তাতে অভিযুক্তের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ চাওয়া হয়েছে। বিচারক জুয়েল রানা তিশার বিরুদ্ধে রুজু হওয়া এই মামলাটি নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement