‘অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই এই দাম দিতে হয়’

নানা পটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে বৃহস্পতিবার দু’টি আইনি নোটিস পেয়েছেন তনুশ্রী দত্ত। নানা ও বিবেকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে বলিউড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

তনুশ্রী

নানা পটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে বৃহস্পতিবার দু’টি আইনি নোটিস পেয়েছেন তনুশ্রী দত্ত। নানা ও বিবেকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে বলিউড।

Advertisement

নোটিস পাওয়ার পরে তনুশ্রী বলেছেন, ‘‘হেনস্থা, অপমান, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই এই দাম দিতে হয়। সোশ্যাল মিডিয়া ও অন্য পাবলিক ফোরামে বিভিন্ন মিথ্যে কথা বলে নানা ও বিবেকের দল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাদের কোনও বিচারও হচ্ছে না।’’

তনুশ্রী বলেছেন, দুই সন্দেহভাজন ব্যক্তি জোর করে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। একটি রাজনৈতিক দলও ক্রমাগত তাঁকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। দেশের বিচারব্যবস্থার প্রতিও অনাস্থা প্রকাশ করেছেন অভিনেত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন