Tanya Mittal

কন্ডোম তৈরির কারখানা রয়েছে ‘বিগ বস্’-খ্যাত তান্যার, কেন এই ব্যবসায় ঢুকলেন নেটপ্রভাবী?

‘বিগ বস্’-এর ঘর থেকে বেরিয়ে তান্যা জানান, তাঁর নাকি কন্ডোম তৈরির ফ্যাক্টরিও রয়েছে। হঠাৎ এই ব্যবসায় কেন? কারণ জানালেন তান্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৫০
Share:

তান্য়ার কণ্ডোম তৈরির কারখানার অন্দরের কী হয়? ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌ ১৯’-এর ঘরে নিজের প্রতিপত্তির কথা বলে সকলকে চমকে দিয়েছিলেন তান্যা মিত্তল। দাবি করেছিলেন, তাঁর বিরাট বাড়ি আছে, সব সময় সঙ্গে থাকেন ১৫০ নিরাপত্তারক্ষী, এ ছাড়াও নাকি রয়েছে তাঁর কাপড় তৈরির ফ্যাক্টরি। তবে ‘বিগ বস্’-এর ঘর থেকে বেরিয়ে তান্যা জানান, তাঁর নাকি কন্ডোম তৈরির ফ্যাক্টরিও রয়েছে। হঠাৎ এই ব্যবসায় কেন? কারণ জানালেন তান্যা।

Advertisement

সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শোয়ে তান্যা দাবি করেছিলেন, একটি ২৬ হাজার বর্গফুটের বাড়ির মালিক তিনি। ৮০০ জন কাজ করেন তাঁর বাড়িতে। বিশেষ ধরনের মিষ্টি খেতে তিনি নাকি প্রায়ই দুবাই যান, কফি খেতে তাজমহল এবং ডাল খেতে গ্বালিয়র থেকে দিল্লি যান। এই ধরনের মন্তব্যের জন্য তাঁকে নিয়ে মশকরাও হত। এমনকি, সলমন খান নিজেও তান্যাকে নিয়ে ঠাট্টা করেছিলেন।

অনুষ্ঠান থেকে বেরিয়েই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা দামি গাড়ির ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করতে শুরু করেন তান্যা। দাবি করেন, সেই সব গাড়িই নাকি তাঁর। এ বার দাবি, তাঁর নাকি কাপড় ও প্রসাধনীসামগ্রী তৈরির ফ্যাক্টরি আছে একাধিক। সেই প্রসঙ্গে প্রকাশ্যে এল নয়া ভিডিয়ো। তান্যা জানান, তাঁর আসলে কন্ডোম তৈরির কারখানা রয়েছে। সেই কারখানায় জিনিসের গুণমান তাঁর নজরদারিতে পরীক্ষিত হয়। বিদেশ থেকে আনা মেশিন দিয়ে তৈরি হয় তাঁর কারখানার কন্ডোম। তান্যা বলেন, ‘‘আমার ব্যবসা অনেকের থেকে আলাদা। লোকে হয়তো এই বিষয়ে কথা বলতে কুণ্ঠা বোধ করেন। কিন্তু আমার এখানে প্রচুর লোক কাজ করে। আমার কারখানার জিনিসগুলির গুণমানের দিকে বাড়তি নজর দেওয়া হয়।’’ ভিডিয়োয় নিজের কারখানা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement